E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ জেলায় গণসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আগামীকাল

২০১৪ মে ২৬ ২০:১৭:২৯
৩ জেলায় গণসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টার : গণসঙ্গীতের মান উন্নয়ন এবং এর প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ দেশব্যাপী জাতীয় গণসঙ্গীত উৎসবের আয়োজন করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে এ বছর দেশের ১৪টি জেলায় দু’দিনব্যাপী ও ঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় আগামী ২৭ ও ২৮ মে রংপুর অঞ্চলের গণসঙ্গীত অনুষ্ঠিত হবে।

২৭ মে বিকাল ৫টায় নীলফামারীর উন্মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবে বৃহত্তর রংপুর জেলার ১৬টি গণসঙ্গীত দল ও একক শিল্পীরা এবং প্রখ্যাত গণসঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন।

আগামী ৩০ ও ৩১ মে বরিশাল অঞ্চলে গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মঞ্চে ৩০ মে বিকালে উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহÑসভাপতি গোলাম কুদ্দুছ।

এ উৎসবে বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঢাকার ১৪টি গণসঙ্গীত দল এবং একক শিল্পীরা অংশ নেবে।

অন্যদিকে খুলনা জেলায় ৩১ মে ও ১ জুন গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে। ৩১ মে বিকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম কুদ্দুছ উৎসবের উদ্বোধন করবেন।

উৎসবে খুলনা জেলার ১৫টি গণসঙ্গীত দল ও একক শিল্পী এবং গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরসহ ঢাকার বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন।

(ওএস/এস/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test