E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহানা জেসমিন এর কবিতা

২০১৫ নভেম্বর ১১ ১৯:০২:৩৩
শাহানা জেসমিন এর কবিতা






 



উজ্জ্বল নক্ষত্র

বাঙ্গালীরা খুব কষ্টে ছিল
জীবন যুদ্ধে হেরে যাবার ভয়ে ছিল
নতুন পথের দিশা দিয়েছিল কে?
বাংলাদেশের মহাননেতা বঙ্গবন্ধু যে!

বাঙ্গালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে
মুক্ত করেছিল কে?
বাংলাদেশের বিশাল আকাশ বঙ্গবন্ধু যে।

পরের জন্য জীবন বাজী রেখে
নেতৃত্ব দেবার মহৎ ব্যক্তি ছিল কে?
বাংলাদেশের সূর্যসেনা বঙ্গবন্ধু যে!

ছন্নছাড়া জীবন যাদের
তাদের আশার আলো ছিল কে?
বাংলাদেশের আঁধারের আলো বঙ্গবন্ধু যে।

সাম্প্রদায়িক সম্প্রীতিতে
উজ্জ্বল নক্ষত্র ছিল কে?
বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু যে।

অন্যায়ের প্রতিবাদে পর্বতের মতো
অটল ছিল কে?
বাংলাদেশের পরাক্রমশালী বঙ্গবন্ধু যে।

জীবন্মৃত অবস্থা থেকে আমাদের
উত্তরণের স্বাদ দিয়েছিল কে?
বাংলাদেশের স্নিগ্ধ নেতা
জাতির পিতা যে।

সার্বিক নিরাপত্তা দেবার দায়িত্বশীল
বিশাল ব্যক্তিত্ব ছিল কার?
বাঙ্গালী জাতির সূক্ষ্মদর্শী
নাম তাঁর শেখ মুজিবুর রহমান।

বৈরী ঝোড়ো হাওয়ায় নিজেকে মানিয়ে চলার
শান্ত ব্যক্তি ছিল কে?
বাঙ্গালী জাতির শান্তছায়া শেখ মুজিবুর রহমান যে।

তাই হাজার হাজার শ্রদ্ধাঞ্জলি তাঁরই সমাধি স্থলে
যাঁর আপ্রাণ চেষ্টায় আমাদের জীবন এত ছন্দময়
কৃতজ্ঞ চিত্তে এসো তাঁর কর্মকে করি অনুসরণ।

আলোক আবির

জাতির পিতা বঙ্গবন্ধু
নয় শুধু একট বা দল একটি দেশের ।
চিন্তা চেতনায় শেখ মুজিবুর সারা বিশ্বের ।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের ।
জ্ঞান প্রদীপ ছড়িয়ে দিতে স্ব-উল্লাসে
আমৃত্যু লড়ে গেছেন নিজ দায়িত্বে ।

স্বাধীন হতে শিখিয়েছেন সব মানুষকে
তাই তো তিনি মহান নেতা সারা বিশ্বের ।

এসো সবাই দলে দলে
এই শান্তিকামী স্নিগ্ধ নেতার
বত্রিশ নম্বর স্মৃতি মূলে
ফুলেল অর্ঘ্য ছড়িয়ে দিয়ে
স্মৃতির মাতম করো গো তোমরা
ভারাক্রান্ত হৃদয়ে ।

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব বাঁধা পেরিয়ে
শান্তির বীজ বপন করো অবুঝ প্রাণের অন্তরে ।
বঙ্গ পিতার মর্ম কথার প্রজ্বলিত আলোক আবির
ছড়িয়ে দাও বিশ্বলোকে ।


সাভার স্মৃতি সৌধ

সাভারের সু-উচ্চ সৌধ ও তার
চার পাশের পত্র পল্লবের সারি
মনোরম উদ্দ্যানের অপূর্ব ফুলের কুড়ি
সবুজ প্রান্তর আর ঝোপের আড়ালে
লুকিয়ে থাকা পাখির কুজন
আমায় হাতছানি দিয়ে ডেকে বলে
এসো বন্ধু,৩০লক্ষ শহীদের
ব্যথিত আত্মার ব্যথার নীল
নিস্তব্ধতা ভাঙ্গাতে।
আমি প্রভাতের প্রার্থনা সেরে
শুভ্র বসনে আকুল প্রাণে
ব্যকুল হৃদয়ের আকুতি নিয়ে
প্রাত্যহিক জীবনর গণ্ডী ছেড়ে
ছুটে গিয়ে বলি আমি এসেছি বন্ধু
যালিমের অত্যাচার নির্মূলের মন্ত্র নিতে
যারা বিভেদের রক্ত বন্যায় ভাসাচ্ছে ধরনীকে
বোবা প্রাণের কান্না থামাবার সাহস নিতে।
মানব প্রাণের নিরাপদে বাঁচাবার গান শিখতে
প্রতারণায় গড়া বৈষম্যের পাহাড় গুলিকে
নাড়িয়ে দেবার প্রেরণা নিতে।
শান্তিকামী মানুষের প্রবাদ পুরুষ
জাতির পিতার আদর্শ গুলিকে
বিশ্বের বুকে ছড়িয়ে দেবার শপথ নিতে
আমায় তোমরা দোয়া কর
হে প্রিয় সৌন্দর্য সৌধের সাথীরা ।


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test