E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পণ্ডিত’র কবিতা

২০১৫ নভেম্বর ১৩ ০১:২০:২৬
রুমা পণ্ডিত’র কবিতা






 

গভীরে
ছোট ছোট ঢেউ এ অনবরত হিসেব চলে সিঁড়ি ভাঙে,জমা খরচের অংক। তার মধ্যেই পানকৌড়িরর জীবন অন্বেষণ। পদ্ম পানার বাক্যালাপ রোদের খুনসুটি বুদবুদের বুকে রামধনু সুখ... সবার অলখ্যে ডুব দিই গভীরে শ্যাওলা পড়া ক্লান্ত বিষণ্ণ রঙ হারানো মাছ আমায় দেখে চোখ ফেরায় চারিদিকে জলজ আগাছা আর পাঁক, কবে যে ধীরে ধীরে স্বচ্ছতা হারিয়ে গেছে টেরই পাইনি। অচেনা এক চোরা স্রোত টেনে নিয়ে গেলো অন্ধকার গুহামুখে ফুসফুসে শেষ বাতাসটুকু নিয়ে ডুব দিলাম... নিশ্ছিদ্র অন্ধকার, জমাট বেঁধে আছে স্তব্ধ যন্ত্রণায় মোড়া অভিমান ওদের ছুঁতেই শুণ্য হয়ে গেল বুক। আর একটু গভীরে বসে ঈশ্বর মুখ টিপে হাসলেন!

ফিরে দেখা

নিছক সময় কাটানোর জন্য পাতা ওল্টাই চোখে পড়ে বজ্রপাতের পোড়া দাগ সারিবদ্ধ ইচ্ছাদের স্মৃতিফলক থেকে আর অভিমান গড়িয়ে পড়ে না আমার নিশ্বাসের গভীর মমতা আলতো করে ছুঁয়ে যায় ওদের… কিছু দামাল ইচ্ছের হত্যাকারি আমি নিজে কিছু কালের আঁচে দগ্ধ কিছু নীতি কৌশলের বলি হয়েছে। এখনো কিছু স্যাঁতসেঁতে ক্লোরোফিল ফুরিয়ে যেতে পারেনি একটু হাত ছোঁয়ালেই কেঁপে ওঠে উষ্ণতারর জন্য, নতুন সালোকসংশ্লেষে সজীব হতে চায়। ওদের বেঁচে ওঠার তাগিদে নতুন তরঙ্গের আভাস! ভয় পাই… খুব গোপনে,অবচেতনে বলি “ভাল থেকো “।

মন খারাপের ছবি

সন্ধ্যার গায়ে অন্ধকার ছড়াতে ছড়াতে পরিত্যক্ত কারখানা থেকে বেরিয়ে আসে বাদুড়ের দল, ডানার পাতলা চামড়ায় বয়ে আনে মন খারাপ চোখে লাগে সেই ধুলো বারান্দায় বসে প্রিয় গানের অলিতে গলিতে একলা ঘুরব বেড়াই শব্দে,সুরে সুখ হাতড়াই তারার গা ঘেষে মিলিয়ে যায় উড়ো জাহাজের আলো ল্যাম্প পোষ্টের দীর্ঘ ছায়া শরীর জুড়ে স্বান্তনা রেখে যায় বিবশ রাত ধীরে ধীরে খামচে ধরে পাঁজরের হাড় গুলো বুকের প্রতিটা স্পন্দন দীর্ঘ হয় প্রশ্বাসে… একাকীত্বের ভিড়ে চোখ দুটো জ্বালা করে ওঠে।

ভুলে যাই

বাইরে দাঁড়িয়ে কেন? দরজা খোলা আছে সটান চলে এসো ভেতরে যা কিছু অমূল্য রত্ন ছিল সবগুলোতেই ঘষা কাচের মতো সরু সরু চিড় ধরেছে হারিয়্ব গেছে উজ্জ্বলতা তাই কমে গেছে মূল্যও হারানোর ভয় নেই দরজা খোলাই থাকে এখন। এইমাত্র মূল্যবান ভুল গুলোকেও শুকনো পাতার সাথে জ্বালিয়ে দিয়েছি উঠোনের একপাশে জমাট ধোঁয়াও মিলিয়ে গেছে এসো, এবার ভঙ্গুর অনুভূতি গুলোকে গুঁড়ো করে নতুন নতুন ভুল বানাই তারপ ভুলে যাই পুরনো সব কিছু।

স্বপ্নপুরুষ

বিভোর হয়ে আছি স্বপ্নে বাসি মন্ত্রে আজও মশগুল একটা হৃদয়,কত সুর গান একটা বাগান নানা রঙে ফুল। ফুরোয় রিতু,ফের ফিরে আসে নিয়ে আসে কিছু নতুন আশা পুরনো গল্প শেষ হয়ে যায় নতুন গল্পে সেই ভালবাসা। বর্ষার মেঘ,রিমঝিম ফোঁটা তীব্র দহন,ধু ধু মরুভূমি নতুন নতুন মলাটের রং নতুন গল্প,এক শুধু তুমি। ক্লান্তিবিহীন এঁকে যাই ছবি খুঁজে পেতে আনি আনকোরা রং সব প্রেমে যেন তোমার ছায়াই খুঁজি,শুনিনা মনের বারন। কবেকার বাসি মন্ত্রে স্বপ্নে আজো বিভোর, আজো বেহুঁশ পথে প্রান্তরে আনাচে কানাচে তোমাই খুঁজি স্বপ্নপুরুষ।

Image result for famous artists abstract paintings

(আরপি/এসসি/নবেম্বর১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test