E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমীর চারু'র কবিতা

২০১৫ ডিসেম্বর ১৬ ১১:০৯:১৩
আমীর চারু'র কবিতা






 

মরে যেতে ইচ্ছে করে



এক একটা দিন আমার খুব মরে যেতে ইচ্ছে করে !
তুমুল বৃষ্টির রাতে দ্বিধা গুলো সংজ্ঞাহীন সুতায় গেঁথে
আমার খুব চলে যেতে ইচ্ছে করে ।
আমার খুব ইচ্ছে করে
দীর্ঘশ্বাস গুলোকে নৈঃশব্দের ট্রেনে তুলে দিয়ে,
বেদনা গুলোকে কালরাত্রিগামী নৈরাজ্যের ভেতরে ছুঁড়ে দিয়ে ,
কষ্ট গুলো কে ইতিহাসের নাভিরন্ধ্রে বন্ধক রেখে,
শোক গুলো কে সর্বস্বতার কফিনে পুরে দিয়ে,
সত্যি, আমার খুব মরে যেতে ইচ্ছে করে ।

সবরচিত সময়ে সাপিনীর বিষ দাঁত দেখে দেখে আমি বড় ক্লান্ত,
মৃতপ্রাণ কালাকালের উদয়াস্ত ছলাকলা দেখে দেখে আমি আজ ম্রিয়মাণ ,
জেনে গেছি বোধিসত্ত্বে আর জন্মাবে না বিদ্রোহ
তাই আমার খুব বেঁচে না থাকতে ইচ্ছে করে ।

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test