E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবি আমিনুল ইসলামের জন্মদিন আজ

২০১৫ ডিসেম্বর ২৯ ১৪:৫২:২৩
কবি আমিনুল ইসলামের জন্মদিন আজ






 

কবি, প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক আমিনুল ইসলামের জন্ম ১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর। তিনি এ সময়ের অন্যতম আলোচিত কবি। জন্মস্থান : চাঁপাইনবাবগঞ্জ।

কবি হিসেবে নব্বই দশকে আবির্ভাব। প্রকাশিত গ্রন্থ : কাব্য ১২টি, ছড়াগ্রন্থ ৩টি এবং প্রবন্ধগ্রন্থ ১টি। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে : ১. মহানন্দা এক সোনালি নদীর নাম; ২. শেষ হেমন্তের জোছনা; ৩. কুয়াশার বর্ণমালা; ৪. পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি; ৫. স্বপ্নের হালখাতা; ৬. শরতের ট্রেন শ্রাবণের লাগেজ; ৭. জোছনার রাত বেদনার বেহালা; ৮. কবিতাসমগ্র; ৯. বিশ্বায়ন বাংলা কবিতা ও অন্যান্য প্রবন্ধ।

কবিকে জন্মদিনের শুভেচ্ছা—শুভজন্মদিন


নিভৃতচারীর পৃথিবী

পুরনো গাছের গুঁড়ি; গুঁড়ির কোটরে বাসা বেঁধে
নিরীহ মুনিয়া ভাবে
সে যোগ দেবে না প্রতিবাদী ফিঙের মিছিলে
কা-কা স্লোগানে দেবে না কান
যেই কথা সেই কাজ;
অথচ তার পরও নষ্ট হয় নিদ!

কীটনাশকের ঘ্রাণ গোখরোর শ্বাস
বিষের আঙুলে
সুড়সুড়ি দেয় নাকডাকা নাকে;
মগডালে বসে
নাতি-নাতনিদের কাহিনী শোনায় ব্যাঙ্গমা
এক যে ছিল নিরামিষাশী পাদ্রী
আর এক ছিল ইয়া মোটা ষাঁড় ...!

পৃথিবীতে একার পৃথিবী বলে কোনো কিছু নেই।

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test