E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবলী মোকতাদির এর কবিতা

২০১৫ ডিসেম্বর ৩০ ২১:০৯:১৮
শিবলী মোকতাদির এর কবিতা






 

কাকতাড়ুয়া

..............................................

বিনয় ও বেদনার মাঝে,
কিছুটা বাইজী ও বাতাসার লোভে
ফের তোমাকে আন্দোলনে নিযুক্ত হতে বলি।

বলি, নিকটে আমার উত্তরে ভেসে আসো...
যদিও উপকূল পশ্চিমে তোমার
নানান কৌশলে আজ অস্পষ্ট করে তোলো।

যেহেতু তুমি প্রশ্ন আর প্রতাপে বিভাগীয়,
তরঙ্গ-তর্কে শুধু বাঘের জঙ্গলে যেতে বলো।

ফলে আমি বিচিত্র বর্ষায় ভিজে ভিজে ‘শিকারীর’ প্রতিটি
অক্ষর মুছে ফেলে- আজ একেবারে শান্ত, হলুদ সর্ষে বনে
একা ভদ্রাসনে দাঁড়িয়ে আছি-
ভয় ও ভাঁজের ব্যাকরণে।

দূরে নানান জনতা, গৃহস্থের নানান অলিগলি
অকুস্থলের আশেপাশে কিছু মেঘাচ্ছন্ন কিশোর-কিশোরী
আর যত জ্ঞানী ও গম্ভীর পাখ-পাখালি।

শুধু দিবসের অনুরোধে রাত্রির ঘটনা ঘটে
দেখি এক নাদান গ্রাম্য-টহল-পুলিশ
ঢোলকলমির ঝোঁপে ভয়ে, নিজেকে আড়াল করে
মাটির রাইফেলে গুলী ফোটাতে ফোটাতে
নিবিড় সন্দেহে ভাবে-
ব্যাটা কি কাকতাড়ুয়া নাকি?


অধ্যাপক
........................................................

ঘটনা-শিলার দিকে যে আমাকে কেন্দ্র করে
ডুবে যায় বিবাহ তোমার ধীরে ধীরে

ধরো, বিচলিত রূপের প্রবাহে নিবেদিত পাত্রী তুমি
যতবার গ্রহণে সূচনা দাও;
বিবিধ অঞ্চলে বিনীত ভূগোলের কোল ঘেঁষে
আর আমি ভুলের বচনে হিংস্র কালির ন্যায় অপরাধী
অহেতুক অবাধ্য দুপুরে দূষিত আলোয়
প্রচলিত রাত্রি আর ছাত্রী ভেবে মরি!


চিহ্নমেলা : সমাপ্তিতে
........................................................

উদ্ভাসিত আলোর মেলায় মন চলে যায় অন্ধকারে
বাক্যে-কথায় মূল্য ঝরাও যত্র-তত্র নমস্কারে
আমরা তোমার সোনার ছেলে, বৃষ্টি-বাদল অঙ্গে ধরি
আজ এসেছি অগ্নিরূপে কাঁপছে আকাশ, ভাসছে তরী
সেই তরীতে এক-পা রাখি, তোমার টানে সায়মা হাবিব
শ্যামের ধ্যানে যেমন বাঁশি, ভূজের জ্ঞানে জাগছে শিব
সাঙ্গ হচ্ছে, যাচ্ছে ভেঙেÑ সীমার মধ্যে সমাপিকা
কান্না-হাসির যোগের ঘরে সেই ছেলে পাক তোমার দেখা
আমরা হাঁটি এক-পা, দু-পা গন্যমান্য বৃক্ষপাশে
সর্বতলে স্বর্গ-সবুজ মন উচাটন গাঁজার আশে
সম্মতি দাও সাক্ষী সদয় মন ভোলানো সাতকাহনে
বাঁচার মধ্যে বসন্ত দাও, জন্মে জন্মে পুত্র-কনে
খুঁজতে খুঁজতে ভালো-মন্দের অন্তে খুঁজি রুটি ও রুজি
তৃষ্ণা রাখো জলের ভিতর বক্ষে নেত্র সোজাসুজি
চলতে চলতে দেহের বাঁধন মনকে করে টালবাহানা
চিহ্নমেলার সমাপ্তিতে কাব্যে খুঁজি মুক্ত-দানা।


গণিত

......................................................

আর যত বিশুদ্ধ সুন্দরী
জীবিত বা চিত্রকলায়
বিনিময়ে, প্রচলিত ব্যাকরণে, সম্প্রদানে, অচেনা অভিমানে
কতদিন কোথায় চলে যায়...

ফলে, বিগত গণিত যাকে ভুলে
অকারণে আজ তুমি; শান্ত হয়ে যাও, খোকা!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test