E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বপন বিশ্বাস

২০১৫ ডিসেম্বর ৩১ ২১:৪১:৪২
স্বপন বিশ্বাস






 

অমলিন প্রেয়সী তুমি

ভোরের শিশিরস্নাত শিউলী
তোমার দৃষ্টি প্রান্তে শরতের কাশবন-
ঝিরঝির বাতাশে এলায়িত কেশ
সকল প্রহর শেষে গোধুলী সন্ধ্যায় অস্তগামী সূর্য
ফটকির আঁচল ছুয়ে আমি পথহারা পথিক
অপরূপ এ মুহূর্তের স্মৃতি কেবল তুমি আমি।
এরপর কতদিন কত মুহূর্ত---
নিরন্তর পথচলা পৃথিবীর প্রান্তে প্রান্তে
খুঁজে ফিরি কেবল একটি চোখের দৃষ্টি
অমন্থনের এ ব্যাথা না জানার ইতিহাস
শিশির সময়ের এ প্রেম আমি বয়ে যাব
এ প্রেমের চির অমলিন প্রেয়সী শুধুই তুমি।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test