E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়হান উল্লাহ'র কবিতা

২০১৬ জানুয়ারি ০১ ১৩:০১:১৯
রায়হান উল্লাহ'র কবিতা







 

জীবনের মস্করা ৪

আমার সকাল আলোকিত
সন্ধ্যা যেমন তোমার
আমার সন্ধ্যা করুণ গন্ধ্যা
সকালটা ঠিক তোমার

সকাল সন্ধ্যা ভালোবেসেই
অদ্ভুত দিনানিপাত
সন্ধ্যার দুঃখ সকালে হাসে
কাব্যের আলোকপাত


জীবনের মস্করা ৩

জীবন ধারণ করেছেন তো
ঘুম যাবেন
দাঁতে পেস্ট মাখাবেন
গরম পেলে বাতাস খাবেন
পেটের তলে আহার খুঁজবেন
গ্রীষ্ম এলে গরম পাবেন
শীতের বেলায় উম খুঁজবেন
বর্ষায় বানে ভাসবেন
শরতে কাঁশ গুনবেন
বসন্ত শেষ করবেন
মন পবনের নাও খুঁজবেন

জীবন ধারণ করেছেন তো
সবই করবেন
আবার কিছুই না
না করেও সব করবেন
সব নিয়েই বেঁচে থাকবেন
বেঁচে থাকার মন্ত্র খুঁজবেন

জীবন ধারণ করেছেন তো
রাত্রিবেলা ঘর যাবেন
শয্যাপানে দেহ রাখবেন
মন বেরিয়েই থাকবে
বিশ্বপানে বুভুক্ষু
ফের ভোর হবে
নাগরিক হয়ে যাবেন

জীবন ধারণ করেছেন তো
আপসে দিন কাটবে
আপসে মরে বাঁচবেন
সবশেষ কিছু চাইবেন
চেয়ে চেয়েই পথ পাবেন

জীবন ধারণ করেছেন তো
মন উড়বে আকাশপানে
দেহ রাখবেন মাটিতে
দেহধারী আপনি ঘুরবেন
দেহ আপনার মনের খেয়াল

জীবন ধারণ করেছেন তো
আক্ষেপ থাকবেই
ক্রমাগত সুর তুলবেন
মধুর কিংবা সুমধুর
জীবন এক মহান সুর

জীবন ধারণ করেছেন তো
থেমে যাবার প্রহর গুনবেন
প্রহর ঘনালে
বাজবে করুণ সুর
জীবন তারের হাহাকার

জীবন ধারণ করেছেন তো
মন থাকবে পরমে
দেহও লীন পরমে
পরমই জীবন

জীবন ধারণ করতেই হয়
তাই করেছেন
আপনার কিছুই করার নেই
আপনি জীবনধারী...


অঙ্গুলী গোলাপ

পাঁচ আঙুলের আলোড়ন
পাপড়ির জংলী সাজে
সুগঠিত গোলাপ
সুঘ্রাণের কিবা খোঁজ
তা উপরি


শিল্পসুখ

তীর ছুড়
রক্ত লাগিয়ে দেই
কথা ছিল অন্যরকম
ভাবের রকমফের
তীর রক্ত কথা ভাব
মিলেমিশে শিল্প
শিল্পসুখ


বিমূর্ত শীৎকার

নগর ও মানুষ অক্সিজেনে দীর্ঘায়ু
কী লিখব প্রেমের সংলাপ
তবুও লিখতে হবে
হাত পাতা চারপাশ
মেলে ঢঙ্গালাপ
ঘোঙ্গানির বিমূর্ত শীৎকার
বিচ্ছিন্ন মায়াটান
উচাটন মায়া গেঁথে
হাওয়াগাড়ির গোধূলি ভেদ
কায়াচর শিকড় ছেদে
ছায়ারেখাই ঠিকুজি
দোদুল্যমান বাহনে
বিশ্বাসের বোঝাপড়া
বর্ষণাহত এপিটাফ
তোমার তরে...

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test