E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেলাল হায়দার পারভেজ এর কবিতা

২০১৬ জানুয়ারি ০১ ২০:২৯:১৩
বেলাল হায়দার পারভেজ এর কবিতা






 

লুবনা ,তোমার অসুখে


গত রাতে শেষবার দেখি ইমো'তে
চোখ মুখ লাল গলা ভারী
চোখের নীচে জমেছে কালি
বিষণ্নতার ছায়া আদুরে মুখে

-কি হয়েছে তোমার ?
-একটু ঠান্ডা লেগেছে,
ভালো হয়ে যাবে
তুমি চিন্তা করোনা

তুমি ভালো নেই ভাবতেই
হৃদয় জমিনে বয়ে যায় তপ্ত লু হাওয়া
বালু সাগরে নি:সঙ্গ পথচারী আমি

দিশাহারা মন নি:শব্দে কাঁদে
প্রখর সুর্যালোক যেনো
ভেদ করে যায় করোটি
তীব্র যন্ত্রনায় দেহমন
কোথাও খুঁজে পায়না
এক চিলতে ছায়া

বুকের ছাতি ফেটে অবিরাম
রক্ত ক্ষরণ থামেনা কিছুতেই

কোথায় যাই কি করি
কি বলি কি করা উচিৎ
বোঝেনা এ মন

ভি ডি ও ক্যামে নির্বাক আমি
অপলক চেয়ে থাকি
আমার দু'চোখ স্থির হয়ে থাকে
তোমার মায়াবী চোখের মনিতে
আমার সব ভাষা হারিয়ে যায়
সব ছন্দ এলোমেলো হয়ে আসে
এ মনে বয়ে চলে তুমুল ঝড়
বুঝতে দেই না তোমাকে কিছুই

জানি আমার কষ্ট
তোমার কষ্ট বাড়িয়ে দেবে শতগুন
আমার অস্থিরতা দেখে
কাটাবে তুমি বিনিদ্র রাত
আমি কিছুতেই মানতে পারিনা

সব অনুভূতি মনের গহীনে
চেপে রেখে নির্বিকার থাকি

-কি ভাবছো, কি দেখছো ওমন করে
- না কিচ্ছু না , এমনিতে ...

ভাবলেশহীন থাকার চেষ্টা করি
আড়াল করি নিজকে সংগোপনে

- নিজর যত্ন নিও
- চিন্তা করোনা,সব ঠিক হয়ে যাবে
- অনেক আদর নিও , ভালো থেকো
-তুমিও ... ...অনকে রাত হয়েছে, ঘুমাতে যাও
রাত জেগে শরীর খারাপ করোনা
- ঠিক আছে । তুমিও ঘুমাতে যাও

লাইন কেটে যায়,একরাশ নীল কষ্ট নিয়ে
আনমনা আমি অসীম শুন্যতায়
চোখ ভাসিয়ে দিয়ে নি:শব্দে বসে থাকি
অবাধ্য এমন কোন যুক্তি মানেনা

মরু শহরের সবাই গভীর ঘুমে
শুধু আমার দুচোখে ঘুম আসেনা
কি এক অস্থিরতায় জেগে থাকি রাত

আমার ঘুম আসেনা
আমি ঘুমাতে পারিনা
বার বার চেয়ে দেখি ঘড়ি
সময় কাটেনা আমার

রাত গভীর
মরুভূমির বুকচিরে শুয়ে থাকা
অতিকায় রাস্তায়
দু একটি লিমুজিন দ্রুত ছুটে চলে
দুরের নিয়ন বাতি একাকী আলো ছড়ায়
উজ্জ্বল সড়কবাতির নীচে
ঘুমিয়ে পড়ে ব্যস্ত সড়ক

নি:স্তব্দ মরুভূমির
তপ্ত বালুরাশি শীতল থেকে
হীমশীতল হয়ে আসে
ঠান্ডা বাতাস বয়ে চলে অবিরাম
শীর্ণ এ শরীরে কাঁপন ধরায়
শীতে জুবুথুবু হয়ে যাই আমি

আমার সমস্ত অস্তিত্ব
আগ্নেয়শিলার মত
জমাট বেঁধে স্থবির হতে থাকে
নি:ষ্প্রান পাথুরে পাহাড়ের মত
পড়ে থাকি অবহেলায় নির্জনে
কেউ জানেনা কোথায় আমি

খজ্জুর পাতার ভেতর
মেঘহীন নীল আকাশে আধখানা চাঁদ
আর এক রাশ নক্ষত্র জেগে থাকে
জেগে থাকি আমি
আমার চোখের পাতায় ঘুম আসেনা
আমি ঘুমাতে পারিনা

হাজার মাইল দুরের আরেক শহরে
তুমি ভালো নেই,অসুখ তোমার

তোমার জ্বর কি আরো বেড়েছে
যন্ত্রনায় কাতর কি তোমার দেহ
রাতের ঘুম কি নির্বিঘ্ন ছিল

একমুখি এ সবভাবনায়
আবেশিত দেহ মন
অন্য কিছুই ভাবতে পারেনা

ভীষণ ইচ্ছে করে পরম মমতায়
জড়িয়ে ধরি তোমায়
ক্লান্ত তোমার শরীরে বহমান
জ্বরের অসহনীয় উত্তাপ
আমার শরীরে ভাগাভাগি করে নেই
শীতল আমার হাত তোমার তপ্ত কপোল
ছুঁয়ে যাক , তুমি ঘুমাও পরম শান্তিতে

ধুসর মরুপ্রন্তরে ভোরের সূর্য
আরেকটি নি:সঙ্গ দিন নিয়ে আসে
শীতল বালুরাশি ধীরে ধীরে তপ্ত হয়ে উঠে
নি:ষ্প্রাণ বালির অসীম পথ ধরে
ক্যামেল কেরাভান যাত্রা করে দুর দিগন্তে

সময়ের কাঁটায় আমার চেয়ে
তিন ঘন্টা এগিয়ে তুমি
নিশ্চয় ভেঙেছে তোমার ঘুম
অবসন্ন শরীরে ব্যস্ত হয়েছো তুমি
সন্তানদের প্রাত:রাশ আয়োজনে

দিব্য চোখে চেয়ে দেখি আমি
পরম মমতায় গড়া এ সংসারে
সবকিছু আছে , শুধু
তোমার ক্লান্ত দেহে
কোন বিশ্রাম নেই
নেই কোন অবসর

খুব বেশী ইচ্ছে করে
দেখতে তোমাকে
খুব বেশী জানতে ইচ্ছে করে
এখন তুমি কেমন আছো
রাতে ঘুম হয়েছে কিনা
ঠিক মত খেয়েছো কিনা
জ্বর কি আরো বেড়েছে
ওষুধ খেয়েছো কিনা সময়মত

কম্পমান হাতে তুলে নেই সেল ফোন
তুমি অফ লাইনে

প্রবোধ দেই মনকে
হয়তো তুমি ব্যস্ত সন্তানদের নিয়ে
সংসারের নিত্য কাজে কাটছে সময়

বার বার দেখি অজস্র বার দেখি
দেখতেই থাকি বিরামহীন

অনলাইনে তুমি নেই

প্রতিক্ষার প্রহর কাটে
দুপুর গড়িয়ে বিকেল
সেল ফোনের মৃদু আলোতে
চেয়ে থাকতে থাকতে
অবসন্ন হয়ে যায় দু চোখ

তোমাকে অনলাইনে দেখিনা

চার্জ কমে আসে সেলফোনে
নতুন করে চার্জ দেই
আবার দেখি বারবার দেখি

তুমি এখনো অফলাইনে

প্রতিক্ষায় থাকি
কখন সবুজ বাতি জ্বলবে
তোমার নামের পাশে
প্রিয়তম মুখ ভেসে আসবে স্ক্রিনে
আমি প্রানভরে দেখবো তোমাকে

ইমু ম্যাসেন্জার লাইন ভাইবার
কোথাও তুমি নেই

অডিও কল করি
বার বার রিং হয়
ওপ্রান্তে রিসিভ হয়
স্ক্রিনে ভেসে আসে সময়
আমি কিছুই শুনতে পাইনা

মরুঝড় বয়ে যায় ক্লান্ত এ দেহে
দুচোখ ঝাপসা হয়ে আসে
আমি কিছুই দেখিনা

সময় বয়ে যায়
শুধু একটি বার
একটি বারের জন্য
ব্যাকুল এ মনের
শুনতে ইচ্ছে করে
চিরচেনা ময়াবী কন্ঠস্বর

প্রতিক্ষার প্রহর কাটে
মৃত্যু যন্ত্রনায়
আমার কিছুতেই মন বসেনা
আমার কিছুই ভালো লাগেনা
তুমুল অস্থিরতার ভেতর দিয়ে
বয়ে যায় সময়

সেল ফোন বেঁচে উঠে
স্ক্রিনে অতি চেনা তোমার নাম
দ্রুত রিসিভ করি
নি:শব্দ মাইক্রোফোন
কিছুই শুনতে পাইনা

অস্থির আমি কল ব্যাক করি
তোমার ফোন ব্যস্ত
দুজনই এক সাথে চেষ্টা করি
দুজনের সেলই ব্যস্ত
অনেকক্ষণ কেটে যায়
অস্থির দুটি মন
কেউ কাউকে সময় দেয়না
কারো কল পৌঁছেনা কারো কাছে

অবশেষে ম্যাসেন্জারে তোমার
ছোট্ট সংবাদ

- নেটে সমস্যা করছে
-তুমি কেমন আছো
-ভালো, চিন্তা করোনা
- জ্বর আছে ?
- একটু একটু

হু হু করে কেঁদে উঠে মন
কিছুই লিখতে পারিনা
শুধু লিখি

-ভালো থেকো

আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
নেমে আসে বিষাদ
কোন কাজে মন বসেনা
বিষন্ন এমনের খবর
কেউ জানাতেও পারেনা
বোবা কান্নায় জমে যায় কন্ঠ নালী
সহস্র মাইল দুরের আমি
কিছুই করতে পারিনা তোমাকে

শুধু প্রার্থনা করি
তুমি ভালো হয়ে উঠো তুমি
কোন কষ্ট যেন ষ্পর্শ না করে তোমায়

খুব বেশী ছুয়ে দিতে ইচ্ছে করছে
তোমার জ্বর মাখা কপোল
পারিনা, কিছুই করার থাকেনা আমার

একরাশ কষ্ট নিয়ে
মরুভুমির তপ্ত বালুতে
একাকী আমি হেটে চলি গন্তব্যহীন

লুবনা,
প্রিয়তমা আমার

তুমি সুস্থ হয়ে উঠো
না হয় আমি অসুস্থ হয়ে যাবো
সবার অজান্তেই

কেউ জানবেনা কখনো
কি কষ্ট বাসা বেঁধেছে এদেহে
কি কষ্টের করেছি চাষাবাদ
মনের নরম জমিনে
কি কষ্টের মাখামাখি এ দেহে

ঘুনাক্ষরে জানবে না কেউ
কেন আমার ঘুম আসেনা
কেন আমার দিন কাটেনা
রাত কাটেনা
কেন আমি ভুলে গেছি হাসতে
কেন আমি ভালোবাসি
নি:সংগ পথ চলতে

প্রিয়তমা আমার
শুধু আমারই জন্য
তুমি সুস্থ হয়ে উঠো

আনন্দ গানে ভরে উঠুক
তোমার প্রতিটি ক্ষন
রিনি ঝিনি হাসির মুর্ছনায়
কাটে যদি তোমার প্রতিটি প্রহর

দেখো প্রিয়তমা
কষ্টের পাথুরে কালো জমাট বাঁধা
অস্তিত্বে ঝর্ণা ধারার কলতানে
তোমার নিখাঁদ আনন্দ গায়ে মেখে
আনন্দ স্নানে
আমি ভালো হয়ে যাবো
নিমিষেই হয়ে যাবো
তোমার শুদ্ধতম পুরুষ




প্রিয় বন্ধুকে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

এত্তো বিশুদ্ধ শব্দ
এত্তো মোহময় ছন্দ
নিয়ত খেলা করে
তোর করোটিতে
আমি অবাক হয়ে ভাবি
থমকে যায় আমার সময়
স্তব্দ হয়ে যায়
আমার সব ভাবনা
জমাট বেঁধে যায় সব চিন্তা
আমি স্হবির হয়ে যাই
আনমনা আমি শুধু চেয়ে থাকি
তোর সৃষ্ট অপার্থিব
শব্দ গুচ্ছের প্রতি

(বি/এস/জানুয়ারি০১,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test