E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেলিম আনোয়ার এর কবিতা

২০১৬ জানুয়ারি ০২ ১৫:৩৪:৩১
সেলিম আনোয়ার এর কবিতা







 

বসন্ত বীণা

গোপনে আসা-যাওয়া-কেবল দুঃখ পাওয়া
কত ফাগুন যাবে এভাবে সময়ের স্রোতে?
এসেছিলে ফুল হাতে, ভালোবাসা ছিল তাতে
রেখে দিলে তা যতনে কোন সে সোনার পাতে।

মনের ভেতরে যারে দিয়েছ অধিকার
কেন তারে কাছে টেনে নিতে পারছ না?
এ কেমন খেলা-বহ বেদনার ভার
গোপন ব্যথায় গড়ছ শোকের পাহাড়।

হাত পেতে আছি, হৃদয়ের কাছাকাছি
প্রেমের প্রাসাদ গড়ব তোমায় সাথী করে
বুঝেছ কি তা-এ যে প্রেমের বারতা
থাকো কেন দূরে সরে, এসো বুকের পাঁজরে।

একটু সুবাস দাও, আবেগে জড়িয়ে নাও
সুখছোঁয়া, মধুমায়া আদর-সোহাগে দাও;
দেবে কি সখি বলো?-কত যে ফাগুন গেল!
ভাসাবে কি সখী আমার এই ছোট নাও?

সুখপাখি থাকে হেথা, ঘুরে মরছ অযথা
সুখের নোঙর ফেলে বলে দাও মনোকথা।
এসেছে ঋতু ফাগুন-মনে সুপ্ত আগুন
চলো হয়ে যাই উদাসী, উষ্ণ প্রস্রবণ।

কান পেতে আছি, শুনতে সে আহ্বান
মনের বেদনা সব হয়ে যাক প্রশমন।


বৃষ্টি মাথায় দিয়ে

বৃষ্টি মাথায় দিয়ে যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ ফিরব তোমায় নিয়ে।

ঢাকঢোল নয়, বাজছে বজ্রপাত
প্রকৃতি আজ মহানন্দে হয়েছে উন্মাদ।

ভাবছি আমি আনমনে করছ তুমি কী?
বৃষ্টি মাথায় যাচ্ছি প্রিয়া টানবে কাছে কি?

আনন্দে নাচছে প্রকৃতি প্রলয়নাচন
যাচ্ছি আমি আজি এই অঘোর বরষায়।

বৃষ্টি মাথায় দিয়ে আমি যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ ফিরব তোমায় নিয়ে।


আমি না হয়

আমি না হয় ধূলি হব
তোমার চলার পথে;
কিংবা বাতাস হব ঝিরঝির
তোমার এলোমেলো চুলের।
কখনো সুতীর্ব চুম্বন হব না
তোমার মায়াবী গ্রীবায় কিংবা ওষ্ঠে,
হব না প্রেম আলিঙ্গন
তোমার বক্ষে কিংবা পৃষ্ঠে।
আমি না হয় অবহেলা হব
ছলনার ষোলো কলায়;
আমি না হয় অনিদ্রা হব
বর্ষার পূর্ণিমায়।
আমি না হয় অশ্রু-বর্ষা
একটু থেমে থেমে।
না হয় আমি কাব্য হব
অনেক অনেক শোকের।


আকাশলীনা

আকাশলীনা, তুমি মায়াবী মেঘ
ভেসে বেড়াও হৃদয় আকাশে
নিদ্রাহীনতা ডেকে আনো তুমি
রাতের পর রাত নিরন্তর
ফুল হয়ে ফোটো
আবার কোকিল হয়ে গাও
অজস্র করুণা হয়ে ঝরে
বুকে ভাসাও প্রেমের নাও
দোলা দিয়ে যাও বারে বারে।

আরেকটি ফাগুন চলে এল
আকাশলীনা, তোমার শাশ্বত প্রেম
অধরাই বুঝি রয়ে গেল
শীতের রাতে নীরবে গেয়ে গেলে
বসন্তের আগমনী গীতি
আকাশলীনা, তুমি অসীম আকাশ
আমার এ হৃদয়ে সবুজ দূর্বা ঘাস।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test