E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোস্তফা মহসীন এর কবিতা

২০১৬ জানুয়ারি ০৪ ১৩:৫৮:১৩
মোস্তফা মহসীন এর কবিতা







 

শরবন


জীবন জয়ের মেঘ
তাড়িয়ে তাড়িয়ে তুমি যাকে ভাব-আশা;
মধ্যমায় প্রতিটি তুড়িতে
আমার নিকট সে-ই রাজা!

ডিমের ভেতরে খুঁজি হলুদ কুসুম
মাছের শরীরে নয় কাঁটা
শৈশব দিনের ইচ্ছেগুলো প্রয়াতঈশ্বর…
আত্মা চূর্ণ করে
সে-ই কবে বেরিয়ে পড়েছে বখতিয়ারের সাদা ঘোড়া!

প্রবল ঘুর্নির বাস্পচ্ছ্বাসে
রোদে মেলে দিই স্নায়বিক দূর্বলতা
আর অপলক চেয়ে দেখি
আমার শহরে জীবন জয়ের বাধা
তাড়িয়ে তাড়িয়ে কখন যে তুমি- কিশোরী মালালা

গডফাদারের দীক্ষায় ভুলেছ টাটকা- বাসির স্বাদ; আহা দেশাল রেজালা!

শিকার হবার আগে
শেষবার কর্পোরেট শোকেসে তোমার মুখ
চোখের কার্নিশে দেখি ভুলেরই শরবন
যে পথে হারায় কীর্তি
ধূলিঝড় ডেকে আনে ধনতন্ত্র।


বালিশিরা

ডিজিট্যাল ক্যামেরায় তোমার চেহারা ভাসলেই
চোখ হয়ে যায় প্রজাপতি
বালিশিরা ভ্যালিক্লাবে : আজ নিয়মভাঙ্গার বর্ষপূর্তি

আকাশবিস্তৃত প্রশান্তিতে শরীরের জড়তা ছাড়িয়ে এগিয়ে যেতে থাকো তুমি...
নিসর্গ কাঁপায় এফ এম রেডিও তরঙ্গ থেকে ভাসা বার্ণিশ টিলার গীত ...
ধোঁয়া ধোঁয়া ভাবনাসমূহ… চক্রাকারে বয়ে নিয়ে যায় বহুগামী মিথ…

এই ভরদুপুরের গ্রীষ্মে সুষমাকে জড়িয়ে ধরায়
রিক্ততার নেই কোনো খেদ;
ভিতরে ভীষণ গোলযোগ
উদ্বেগে উন্নত জেদ।


মাধ্যাকর্ষণ শক্তি

যুগপৎ ধাক্কায়, কী অক্লেশে
ছুঁইনি যদিও
তোমাকে;অথবা
প্রাত্যহিক ভীড় ঠেলে তুমি-ই প্রথম ছুঁয়েছ আমাকে
সে তো কৌশলী মুখের ইতস্তত হাসির ঝলক জানে

স্পর্শে ছিলো এক লহমার সুখ
সুখের সে অসুখে হলো রক্ত ছলচ্ছল

সুন্দরীতমার ভীড়ে
কোট-গাউনের স্বপ্নবাজি...
সূর্যচনমনে দিন সাথে লুকোচুরি, আমাকে টেনেই নিলো-
সি.এম.এম কোর্টের মাধ্যাকর্ষণ শক্তি?

জনারণ্যে আলোড়ন
নীরব আড়ালে প্রতি আনন্দকণায় মিশি
প্রণয়তাড়িত মনসুখ...
তলিয়ে গেলে... তুমি ও লৌহমানবী?

সুন্দর কিছু না, যৌবন কিছু না, প্রানের উত্থান
আমাকে নিকটে রাখো, আমাকে নিকটে রাখো
কলঙ্ক তোমাকে শেখাবে না অসময়ে মেঘের সাঁতার!


লাভডুব

জীবের ভাবনা নেই
গ্রীষ্মের সীমানা ভেঙ্গে
সংঘাতে জড়াবে
জলসুখ

আমার আকাশে দিশাহীন রোদ
ভাসাবো ভোকাট্টা

নয়নে নয়নে
রেশমি কাগজ

সুতায় মাখাচ্ছি আঠা
সংঘাতে জড়ালে
ঈগলের ডানা!
ভাসাবো ভোকাট্টা

আমার আকাশে দিশাহীন রোদ
জেগে দিতেছি পাহারা
বাঙলার নীলিমায় দীপিত সম্ভ্রম

অনেক গুঞ্জন– গুজবে প্রশস্ত বালকবেলার
ওই গগনচুম্বন
কে জানে কতোটা কাল আর
অধীর ফানুস বয়ে নেবে বাতাসের লাভডুব!

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test