E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওমর শামস এর কবিতা

২০১৬ জানুয়ারি ১০ ১৮:১৬:০০
ওমর শামস এর কবিতা






 

ঘুমানোর গান


কতো নদীর জল কতোরে মাটি রঙ এদেশে ভাঙে ?
কতো রঙের মেঘ ফোঁটার কতো জলে ঝরায় গাঙে ?
বায়ের ঢেউ কতো গাছের কতো শাখে নাড়ালো পাতা?
ফাগুন শীত শেষে তরুণ কতো পাতে কি রঙ রাঙে ?

ফসল তবু কতো , আমের কতো বোল তবু না ফোটে?
ইঁদুর ব্যাঙ কতো, প্যাঁচারা রাত্তিরে কেন রে জোটে ?
ইলিশ এসে দ্যাখে পদ্মা শুকিয়েছে, বালুর চর –
আড়িয়া মেঘ এসে হাড়িয়া মুখ ক’রে উলটো ছোটে।

জানলো না আজো জানলো না কেন, বলতে পারিস ?
বোবার এদেশ, কানার এদেশ - করে কে নালিশ ?
ডেকো না, ডেকো না – দরোজা বন্ধ, বললো সবাই-
ঘুমাও ঘুমাও, ঘুমাও রে সব আঁকড়ে বালিশ।

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test