E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোর কারুণিক এর কবিতা

২০১৬ জানুয়ারি ১০ ১৮:৫৭:১৫
কিশোর কারুণিক এর কবিতা







 

আলো ফুটলো


অবশেষে আলো ফুটলো
যন্ত্রনা হতাশা চমকে গেল।

আমি ফিরে এলাম
আমার শেকড়ের কাছে
প্রিয় স্বদেশের কাছে
আকাশের কাছে, বাতাসের কাছে
প্রিয় মানুষের কাছে।

ফিরে এসে দেখলাম
শেকড়ে ঘুণ ধরেছে
স্বদেশ ক্ষত বিক্ষত
আকাশে বিস্ময় চাহনি
বাতাসে বিষ
প্রিয় মানুষদের ভেতর
কেউ লাশ
কেউ কেউ আহাজারিতে রত।

নষ্ট উদ্দেশ্য নষ্ট পরিকল্পনা
আজ নষ্টদের মগজে বাড়বাড়ন্ত,
এখন চারিদিকে ভয় ভয়
কখন কী হয়
সভ্যতার পাঠাতনে
এখনো অসভ্যতার অট্টহাসি
কেউ ভাল নেই
ভাল থাকতে দেওয়া হয় না
ভাল থাকার সময় যেন এখন নয়!

আমাদের সিদ্ধান্ত নিতে হবে
আমরা বাঁচার মত বাঁচব
না নষ্টদের কাতারে সামিল হবো।

যদি আমার কথা বলি
আমি বাঁচার মতো বাঁচতে চাই
মানুষের মতো মানুষ হতে চাই
মানুবিক গুণাবলীতে
সভ্যতার উন্মেষ দেখতে চাই।

আমি উচ্চস্বরে বলতে চাই
হে নষ্টরা
যেও না আর অন্ধকারে
আলোয় এসো
ছায় নিবিড় বকুল তলায় বসো
চেয়ে দেখ, চেয়ে দেখ
তোমার পানে সভ্যতা
তোমার পানে অবিরল ঝরনা ধারা
তোমার সামনে প্রকৃতির মায়াবেশ!

না ফিরলে সামনে ধূসর ভবিষ্যৎ!

ফিরে এসো
এসে সামিল হও মানবিক পাঠশালায়
আর নয়, আর নয়, আর নয় সন্ত্রাস
আর নয় হিংসা
এসো ফুলের চাষ করি
নিজেকে মেলে ধরি
সভ্যতার উন্মেষে সত্য সুন্দরে
সাম্যের কেতন তুলে ধরি।

বন্ধ হোক

আজ আমার বিপক্ষে তুমি
তোমার বিপক্ষে আমি
গোত্রের বিপক্ষে গোত্র
জাতির বিপক্ষে জাতি
ধর্মের বিপক্ষে ধর্ম।

চারিদিকে অশান্তি ভয়
কখন কী জানি কী হয়!
গুলি ককটেল হত্যা
আগুনের বিভীষিকা।

হতবাক আকাশ সুফলা ধরনী
হতভম্ব মানবিকতা সভ্যতার হাতছানি
প্রগতির আকুলতা।

হত্যা শেষ কথা হতে পারে না
আগুনের বিভীষিকা
কখনো সুগন্ধি ছড়াতে পারে না
বিদ্বেষ কখনো ভালবাসা জাগাতে পারে না।

যদি মানুষ বলে দাবি করতে হয়
তবে বন্ধ করো হত্যা সন্ত্রাস
সমস্ত কুটিলতা।

ক্ষনেকের জীবন
ভরে উঠুক সৌরভে গৌরবে
প্রতিযোগীতা হোক মেধার, শিক্ষার, সত্য, সুন্দরের
বন্ধ হোক অস্ত্রের ঝনঝনানি
দানবের সুতীব্র চিৎকার!


দুর্বোধ্য গদ্য

তোমার উঞ্চতা
আমাকে পাগল করে দেয়,
তোমার চোখের ভাষায়
হারিয়ে ফেলি আমার আমিত্ব।

তোমার কাছে আসা
পাশে বসা
আদর সুরে কথা বলা
আমাকে সৌকস হতে শেখায়
আমাকে নিষ্ঠাবান হতে শেখায়।

হতভম্ব স্বপ্নগুলো
হারিয়ে যাওয়া ভাষা
আমাকে মোহচ্ছন্ন করে তোলে
সতর্কতা উঁকি দেয়
নিজের অধিকারের প্রতি।

নিটোল সময় নিটোল চাওয়ায়
আত্মহারা মন শরীর
যা আজীবন বহে বেড়াতে-
বেড়াতে
তোমাকে কখনো ভোলা যায় না
হারানো ভয় সব সময়।

আমার তন্ময়ে মিন্ময়ে ভাবনায়
তুমি ইন্দ্রজালের মতো
কখনো ছন্দময়
কখনো দুর্বোধ্য গদ্য

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test