E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাতিঘরের রাজশাহী বিভাগীয় উৎসব আজ

২০১৬ জানুয়ারি ১১ ০৯:৫৯:৩২
বাতিঘরের রাজশাহী বিভাগীয় উৎসব আজ

নিউজ ডেস্ক : শিশুমনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে বিজয়ের মাস ডিসেম্বরে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় শুরু করেছে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব ২০১৫। এবার আরো বড় পরিসরে আরো অনেক বৈচিত্রময় এবং বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে তারা।

বাংলাদেশে এই প্রথমবার শিশুদের চিত্রাঙ্কন নিয়ে এ ধরণের আয়োজন যেখানে- সকল বিভাগীয় অঞ্চলের জন্য আলাদা আলাদা আঞ্চলিক পর্বে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। অতঃপর ঢাকায় জাতীয় পর্যায়ের উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে শুধু শিশুরাই ছবি আঁকবে না, তাদের সাথে অংশ নেবেন তাদের অভিভাবক, শিক্ষক, চিত্রশিল্পীসহ আরো অনেকেই। উৎসবে অংশ নেওয়া সকল শিশুর জন্য থাকবে সনদপত্র এবং শুভেচ্ছা উপহার।

সারাদেশের শিশুদের আঁকা ছবি থেকে সুন্দর ছবিগুলো বাছাই করে নিয়ে আগামী ১২-১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ঢাকার গ্যালারি চিত্রকে জাতীয় উৎসবে চলবে ২ দিনের প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর আঁকিয়েদের জন্য থাকবে পুরস্কার। এসব ছবি ও খ্যাতিমান বুদ্ধিজীবীদের লেখাসহ প্রকাশ করা হবে স্মরণিকা।

এই পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের উপদেষ্টা, খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান।

১১ জানুয়ারি, ২০১৬ রাজশাহী বিভাগীয় উৎসবে আঞ্চলিক সহযোগী হিসেবে পুরো আয়োজনটি করছে রাজশাহী ডিবেট ফোরাম এবং টেক্সল্যাব।

আঞ্চলিক উৎসবসমূহে যা যা থাকবে:
# শিশুদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন বীর মুক্তিযোদ্ধাগণ
# ছবি আঁকা বিষয়ে পরামর্শ দেবেন গুণী চিত্রশিল্পী
# শিশুরা ছবি আঁকবে তাদের মনের আনন্দে
# অভিভাবকগণও অংশ নেবেন ছবি আঁকায় (ঐচ্ছিক)
# ছবি আঁকা শেষ হলে সকল ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে
# অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ

নিয়মাবলী ও অন্যান্য তথ্য:
# ৩-১৫ বছর বয়সী সকল শিশু ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব ২০১৫-তে অংশ নিতে পারবে।
# ছবির বিষয়: প্রিয় বাংলাদেশ
# ছবি আঁকার মাধ্যম: উন্মুক্ত
# উৎসবে ছবি আঁকার জন্য বাতিঘরের পক্ষ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য উপকরণ শিশুকে সঙ্গে করে নিয়ে আসতে হবে।
# প্রত্যেক শিশুর নিবন্ধন ফি ২০ (বিশ) টাকা মাত্র। শিশু নিবন্ধন করলে তার অভিভাবকও অংশ নেওয়ার সুযোগ পাবেন, সেজন্য আলাদা নিবন্ধন করতে হবে না।
# সুবিধা বঞ্চিত শিশুদের নিবন্ধন ফি প্রয়োজন নেই।
# নিবন্ধন ফি উৎসবের দিন এসে সরাসরি জমা দেওয়া যাবে।
# যেসকল শিশু সরাসরি উৎসবে অংশ নিতে পারবে না তারা ডাকযোগে তাদের আঁকা ছবি পাঠাতে পারবে। সেক্ষেত্রে ছবির সাথে শিশুর নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই দিতে হবে।
# ডাকযোগে ছবি পাঠানোর শেষ সময় ১৫ জানুয়ারি, ২০১৬।
# ডাকযোগে ছবি পাঠানোর ঠিকানা- বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়, ১/৪, ব্লক-বি, লালমাটিয়া (উদ্দীপন বিদ্যালয়), ঢাকা।

উৎসবের টাইটেল স্পনসর হিসেবে সাথে আছে ক্রিসেন্ট। গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে এটিএন বাংলা এবং সমকাল।

(টিএস/অ/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test