E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে ক্রিসেন্ট-বাতিঘর শিশু চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ১২ ০৯:০৭:১৯
রাজশাহীতে ক্রিসেন্ট-বাতিঘর শিশু চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাংকন উৎসব ২০১৫ এর রাজশাহী বিভাগীয় অনুষ্ঠান ১১ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী অর্ণা জামান।

উৎসবের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ডিবেট ফোরামের সভাপতি ফিরোজ ইবনে রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন টেক্সল্যাব এর সিইও মোঃ ইমরান এ সাগর।

ক্রিসেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসবে অংশ নেওয়া প্রায় দুইশত শিশুর সাথে তাদের অভিভাক এবং স্থানীয় চিত্রশিল্পীরাও অংশ নেন ছবি আঁকায়। অংশগ্রহণকারী সকল শিশুকে সনদপত্র এবং শুভেচ্ছা উপহার হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস বই দেওয়া হয়।

ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাংকন উৎসব ২০১৫ এর রাজশাহী বিভাগীয় অনুষ্ঠান আয়োজনে আঞ্চলিক সহযোগী হিসেবে ছিল রাজশাহী ডিবেট ফোরাম এবং টেক্সল্যাব।

(ওএস/অ/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test