E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো.আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ জানুয়ারি ১৯ ১৬:০৮:০০
মো.আলী আশরাফ খান’র কবিতা







 

আমার দোদুল্যমান পানসি

সকাল থেকে গভীর রাত অবধি
অবিরাম চলছে আমার দোদুল্যমান পানসি;
বৈষয়িক চাওয়া-পাওয়ার মোহ আমায়
এতটাই তাড়া করছে-পরজগতকে যাই ভুলে!

আমি যখন তখন বের হয়ে যাই বেমালুম
কিছু পেতে-ভুলে যাই বারংবার নিজেকে;
কাছের জন যখন চলে যায় পরপারে
খানিক সময়ের জন্য আমার চৈতন্য ফেরে ।

পরক্ষণেই যেন ইহলৌকিক ধুম্রজাল
ছায়ার মত আমায় আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে;
আমি পারি না-শত চেষ্টা করেও পারি না
ওই দুষ্টু ছায়াটাকে সরাতে-হার মানাতে।

আমি আর কত হারবো-আমি যে নিঃস্ব
তবু আমি হারতে চাই না-মাথা উঁচু করতে চাই;
আমি আর কতো জাগতিক লাভালাভে
বিভোর হবো-এই প্রশ্ন-ই জাগে এখন মনে।

চোখের সামনে এক এক করে চলে যায়
প্রিয়জন-অতি পরিচিতজন না ফেরার দেশে।
তবুও কেনো আমি এক অজানা মোহমায়ায়
ঘুরবো অবিরত সকাল হতে গভীর রাত অবধি?

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test