E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদ রাহী'র কবিতা

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৮:৫৫:০৪
খালেদ রাহী'র কবিতা






 

ঘুমগন্ধি বালক

ঘুমগন্ধি ভোরে জানালায় সেঁটে দেবো
সূর্য-ভোরাাইয়ের কার্ড পাঠাবো দোয়েল দম্পতির কাছে
পাখির পালকের মতো কোমল ঘুমের দেশে শিষ কাটে
সুখ পাখি। ভোরের বার্তা নিয়ে আসে শান্তির কুমার।

ঘুমগন্ধি ভোরে জানালায় সেঁটে দেবো
অ-প্রাপ্তির র্দীঘশ্বাস। প্রাপ্তির ফিরস্তি শোনাবো
স¦প্ন ওড়ানো বালিকাকে।

বালিকা কি এখনো মনে রেখেছে
ঘুমগন্ধি এ বালককে?



বরফ রাত্রি

রাত্রির দেয়াল লিখে রাখে জলের বয়ান
এতো এতো আঁখি জল; ঢেউহীন সমুদ্র
তোমাকে জলে ভাসাতে গিয়ে
নিজের জলেই ডুবেছে বোকা বালক।

প্রণয় এক বোকা হওয়ার পাঠশালা
আমাকে দিয়েছে কান্না আর ব্যর্থতা
এবার শীতে রাত্রির দেয়াল থেকে
মুছে নেবো জলের বয়ান।

শীতকে শুধাবো কবে নামবে
আঁখি জুড়ে বরফ রাত্রি
ঘুমের কোমল আঙ্গুর।

হেসে উঠো মোহন ভঙ্গীতে

হেসে উঠো মোহন ভঙিতে
হেসে উঠো রক্তাক্ত কপোত
পালক থেকে সরাও খাটাশের ভয়
হেসে উঠো মোহন ভঙিতে
উড়ো উড়ে যাও
রক্তাক্ত কপোত।

ভেসে যাও বাতাসে
ডেকে আনো ঘুড়ি উড়া দিন
তোমার পালক থেকে খসে পড়–ক
নোনা রোদ।

ভেসে যাও
হেসে হেসে
রক্তাক্ত কপোত

ভুলে যাও দুঃসময়
দুঃস্বপ্নের রাত্রি।



ক্ষয়কাল

ক্ষয়কাল
শ্লেটে চকের মতো ক্ষয়ে যাচ্ছি
তুমি ছিলে
পেন্সিলের মাথা কেটে কেটে
চলেছি কিছুদিন

তুমি নেই
বেঁচে থাকা জবাই করা
পশুর গোঙানি।






দুঃখ ফিরে যাচ্ছে

দুঃখ বমি থেকে উঠে আসবে
ও আর থাকবে না ভাগাড়ে ধাপায়
বুড়োর কাশি ঘিরে একঘেয়েমি জীবন
এবার সে আমার অনুমতি চে’ছে-আসতে পারি
দুঃখ কবির বুকে এসে দেখে আগুন আর আগুন
দুঃখ ফিরে যাচ্ছে বমি করা জীবনের কাছে
দুঃখ বলেছে কিছুতেই থাকা যায় না
এতো এতো আগুনের আঁচে।





মিথ্যার মূল্য

সত্যের কল বাতাসে নড়ে
আর নড়বে না-
সত্য বাবু জ¦রে ভুগতেছে;
নিয়ম করে তিনবেলা খাচ্ছে
মিথ্যার বড়ি।

সত্যে বাবুর কাছে মিথ্যার মূল্য
বাড়তেছে ইলিশের দামে।







কান্না

বরফ-যেতে যেতে পাথর
আদম আর ঈভের উপাখ্যান মিথ্যে
প্রণয় বলে কিছু নেই
স্বার্থ পাগলা কুকুর আমাদের মনের ভিটায়

কান্নার ভগ্নাংশ কন্ঠে লেগে থাকে
অট্টহাসি কেবলি শুনা যায়
তোমার দালানে

তুমি এক ইতিহাস
তোমার জন্য নিষ্ঠুর শব্দটি...



ভোর

আমি
আমাকে
খুন
করলাম

আর রাত্রির
কান্না শুনলাম
ভোর ভোর

মৃত্যুর দিকে যেতে যেতে
ভোরকে বলি
আই লাভ ইউ


(এসএকে/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test