E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলে গেলেন  মার্কিন ঔপন্যাসিক হার্পার লি

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১১:০৮:২৮
চলে গেলেন  মার্কিন ঔপন্যাসিক হার্পার লি

আন্তর্জাতিক ডেস্ক :‘টু কিল অ্যা মকিং বার্ড’ উপন্যাস খ্যাত মার্কিন ঔপন্যাসিক হার্পার লি ৮৯ বছর বয়সে মারা গেছেন। এক শ্বেতাঙ্গ আইনজীবীর ধর্ষণে অভিযুক্ত এক কৃষ্ণাঙ্গকে রক্ষা করার প্রচেষ্টাকে নিয়ে রচিত তার এই উপন্যাস মার্কিন তথা বিশ্ব সাহিত্যের এক উজ্জ্বল রত্ন।

১৯৬১ সালে প্রকাশিত এই বই বিশ্বজুড়ে চার কোটি কপি বিক্রি হয়েছে। পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার। সেই বই প্রকাশের ৫৫ বছর পরে বইয়ের দ্বিতীয় খণ্ড গো সেট অ্যা ওয়াচম্যান প্রকাশ করেন ২০১৫ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা অঙ্গরাজ্যে জন্ম নেয়া এই মৃত্যুতে বিশ্বজুড়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ২০০৭ সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার পেয়েছিলেন তিনি। হার্পার লি ১৯২৬ সালে অ্যালাবামার মনরোভিলে জন্মগ্রহণ করেন। আইনজীবী বাবা আমাসা কোলম্যান লি মা ফ্রান্সেস কানিংহাম ফিঞ্চ লি চার সন্তানের সবার ছোট ছিলেন তিনি। বিবিসি।

(ওএস/এস/ফেব্রুয়ারি২০,২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test