E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুমন রায়হান’র একুশের কবিতা

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৫:২৮:৪৭
সুমন রায়হান’র একুশের কবিতা







 

একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি
এসেছি ফিরে জানাতে সালাম মায়ের কোলটি ছাড়ি
এসেছে যুবক, এসেছে কিশোর, এসেছে শিশু,
এসেছে নববধূ মেহেদী রাঙা হাতে
বৃদ্ধা মাতা এসেছে বৃদ্ধ পিতার সাথে।

একুশে ফেব্রুয়ারি তোমাকে জানাতে সালাম
এসেছে পল্লী গাঁয়ের নারী, তুমি আমার বাংলা মা
সবই পারি, শুধু পারিনা যেতে তোমায় ছেড়ে
তোমার কাছে আমাদের অনেক দেনা
সালাম, বরকত, রফিক, জব্বার
আরো অনেকের বুকের তাজা রক্তে একুশ কেনা।

একুশ আমার ক্রুদ্ধ চেতনা, একুশ আমার বাংলা ভাষা
একুশ আমার ভালোবাসা, একুশ ভোরের দোয়েল
একুশ তুমি মায়ের বুকে ছোট্ট ছানা কোয়েল
একুশ তুমি গাঁঢ় সবুজ, কৃষ্ণচূড়ায় লাল
একুশ তুমি অ আ ক খ এর জন্য
রাজপথে ভাষার মিছিল ১৯৫২ সাল।

একুশ তুমি জীবনানন্দ, রবীন্দ্র, নজরুল
একুশ তুমি বসন্তে কোকিলের সুমধুর সুর।
একুশ তুমি বারবার আসো ফিরে
বাংলার আবহমান নদীর তীরে,
সমুদ্র পাড়ে, শহীদ মিনারে,
বাংলা একাডেমির বই মেলার মঞ্চে।

একুশ তুমি আছো বলে তাই, আজো বাংলায় বাংলার গান গাই।
একুশ তুমি আমার ভাইয়ের তাজা রক্তের বন্যা
একুশ তুমি বাবা হারানো নবজাতক শিশুর কান্না।
একুশ তুমি আসো বারবার, ফাগুনের মালতীলতাটায়
একুশ তুমি আসো বারবার লাল সবুজের পতাকায়।

একুশ তুমি আছো বলে আজো বাংলাতে কথা বলা
একুশ তুমি আছো বলে আজো ভাষার মিছিলে,
এক সাহসী যুবকের নগ্ন পায়ে হেঁটে চলা
একুশ তুমি আছো বলে আজো লিখি বাংলায় কবিতা ও গান
একুশ তুমি আছো বলে আজো হিজল-তমালের ছায়ে
কৃষক জুড়ায় প্রাণ।

একুশ তুমি আছো বলে আজো রাখাল বাজায় বাঁশি।
আর কৃষকের মুখে হাসি, একুশ তুমি আছো বলে
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’,
আমি তোমায় ভালোবাসি।

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test