E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেলাল হায়দার পারভেজ এর কবিতা

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ০০:০৯:৫৭
বেলাল হায়দার পারভেজ এর কবিতা






 

মধ্যরাতের সড়ক দ্বীপে নীলকন্ঠ একা

দৃষ্টিসীমায় এ শহরে কেউ নেই এখন ;
না মানুষ, না দেবতা, না অসুর ।

অপুর্ব সাজে মেনকা উর্বশীরা
সেই কবে ,কনেদেখা রোদে
ফিরে গেছে দেবালয়ে ।

জিরো পয়েন্ট সড়ক দ্বীপে
অসম্ভব নি:স্তব্দতার ভেতর
নগরের সব বিষ কন্ঠে নিয়ে
নীলকন্ঠ একাকী নাচে ;
শহুরে নিশুতি রাতে।

দীর্ঘ চুলের জটায় তার
ভরাকাটালের মায়াবী চাঁদ
ঝুলে থাকে সারারাত ।

শহর ঘুমায় ইট পাথরের বনে ;শুধু
এক নীলকন্ঠের চোখে ঘুম আসেনা ।

তার রাতের প্রহর কাটে, একাকী
ধ্রুপদী নাচে , নির্জন সড়ক দ্বীপে ।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test