E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান

২০১৬ মার্চ ০৫ ১৬:১৭:৩৭
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান

নিউজ ডেস্ক : সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান সম্পন্ন। শনিবার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কবি, লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্ট বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে প্রকাশিত মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেন-এর ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদ-এর ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে।

‘খ’ শাখায় (জীবনের প্রথম বই ক্যাটাগরিতে) জনান্তিক থেকে প্রকাশিত এহসান হাফিজ-এর ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে।

উল্লেখ্য, সিটি ব্যাংক এনএ’র সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test