E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুমন রায়হান’র কবিতা

২০১৬ মার্চ ০৭ ০০:২৪:১৯
সুমন রায়হান’র কবিতা







 

শান্তির জন্যে

আঙুলে আগুন খেলা করে
হে আঙুল, তুমি আরেক বার জ্বলে ওঠো,
তোলো তোমার বজ্রধ্বনি ...
এখন বড়ো দুঃসময়, নিরবে ঝরে যাচ্ছে
করতোয়ার কূল ঘেসে ফুটে ওঠা ফুটন্ত গোলাপ!

চৈত্রের জ্বলন্ত জ্যোৎস্নায়
পুড়ে খাঁ খাঁ রাতের আকাশ
ময়ূর মেলছে না আর পেখম আগের মতো।
পাখিরা গাইছে না গান, আর আগের মতো।
নেতিয়ে পড়েছে সূর্য!
সূর্যমুখীরা ফুটছে না আর আগের মতো।
আত্মবিলাপ, আত্মচিৎকারে ভারাক্রান্ত গাঁয়ের পাড়া!

হে তপ্তরমণ, হে পরমব্রত
তুমি আর একবার জ্বলে ওঠো ...
তোমার ইশারায় উত্তাল হয় ভূ-মধ্য সাগর,
তোমার ইশারায় ফুঁসে ওঠে আগ্নেয়গিরির তপ্ত শিখা
তোমার ইশারায় একত্রিত হয়
কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতী ও কেরানী।

আঙুলে আগুন খেলা করে...
দোহাই তোমার, হে আঙুল
তুমি আর একবার জ্বলে ওঠো
তোলো তোমার বজ্রধ্বনি...
এক ঝটকায় দুমড়ে মুচড়ে দাও যতো পাপাচার,
ধ্বংস করে দাও যতো অন্যায় অনাচার।

৫২তে বলেছি মাতৃভাষা দাও,
তুমি মাতৃভাষা দিয়েছো...
৭১-এ বলেছি স্বাধীনতা দাও,
তুমি স্বাধীনতাও দিয়েছো
শোন, আবার বলছি ১৬ কোটি বাঙালীর সপক্ষে
আমাদের শান্তি চাই শান্তি ...
জানি তুমি তাও ফিরিয়ে দেবে,

অতএব, হে আঙুল,
তুমি আর একবার জ্বলে ওঠো
সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য
তোমাকে আর একবার জ্বলে উঠতেই হবে...


পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test