E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পণ্ডিত এর কবিতা

২০১৬ মার্চ ১৯ ০১:২৫:৩২
রুমা পণ্ডিত এর কবিতা






 

বশীকরণ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কথায় কথায় গল্পে গল্পে
দিব্যি তো এক মুঠো স্বপ্ন ধরিয়ে দিলে,
এবার কি করি বলো তো?
ওই এক মুঠো স্বপ্ন
মহুয়া রসে স্নান সেরে
কংসাবতীর জল ছুঁয়ে
টিলায় টিলায় ঘুরে ফিরে
এক পলাশ গাছে বাসা বেঁধেছে,
তারপর দক্ষ গুণীনের মতো
আমাকে বশ করে
প্রত্যেকটা তারিখের গায়ে
লিখে দিচ্ছে
আবির উৎসব

খবর আসছে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

নিউজরুমে হইচই
নতুন খবর আসছে
জনপ্রতিনিধিদের মুখ
বিরোধীদের ভুলচুক
ঘ্যানঘেনে নীতিরর ভেতর
নতুন ঝলক।

তোমাদের নাম শুনিনি আগে
দেখিনি কখনো
আজ দেখলাম,
যখন জঙ্গিদের কালাশনিকভ
তোমাকে কফিন বন্দি করে
শহিদ খেতাব দিয়েছে,
যখন সীমান্তের লড়াই এ
ছিন্নভিন্ন তুমি
শেষ বারের মতো ফিরে আসছো
তোমার আটপৌরে উঠোনে,
যখন তোমার স্বপ্ন
বন্ধ কারখানার গেটে ফেলে রেখে
তুমি সিলিঙে দোল খাচ্ছ,
যখন তোমার সর্বস্ব বাজি রাখা শস্যবীজ
বীজতলাতেই তলিয়ে গেল
আর তুমি মুঠোয় ভরে নিলে কীটনাশক
চিনলাম তোমাদের।

তোকেও চিনলাম রে মেয়ে
আজ যখন তুই লাশ হয়ে
পড়ে আছিস নালায়
ময়নাতদন্তের রিপোর্ট জানাল
তোর ছোট্ট জীবনের ছোট্ট গল্প
যখন পড়ে আছিস হাসপাতালের বিছানায়
রাজনীতিরর মঞ্চে তখন তুইও
বিশেষ বিষয়,
চ্যানেলের পর্দায় ডিসপ্লে হচ্ছে
তোর ঘষাকাচ দেহ,
জানলাম তোকে।

নিমেষে সারা বিশ্ব চিনল তোমায়
তোমার কলমের আগুনকে ভয় পেয়েছিল
আধুনিক আগ্নেয়াস্ত্র
তুমি স্তব্ধ হোতেই
নিউজরুমে হইচই।
ঝড়
আমরা অভ্যস্ত হচ্ছি
খবরে
কবরে...

খবর আসছে
আসবে
ছড়িয়ে যাচ্ছে
বুদ্ধিজীবীর কলমে
সভাসমিতিতে
মোমবাতি মিছিলে
সোশ্যাল মিডিয়ায়
লাইক,
শেয়ার
কমেন্ট...



ঠিকানা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বড় রাস্তার পরেই যে গলি
তাতে চাকা ঢোকে না
তাই কষ্ট করে পায়ে হাঁটতে হয়,
অলিগলি, তস্য গলি শেষ করে
উন্মুক্ত মাঠ,
সেখানে চলা বেশ সহজ,
তবে সাবধান
একটু ধীরে
বালিতে পা আটকাতে পারে।
এরপর একটি দুটি গাছ
ঝোপঝাড় বেশ সবুজ
ফুলও হয় মাঝে মধ্যে
ধীরে ধীরে ঘন হয় জঙ্গল,
শিরা ধমনী চুঁয়ে গাছের পাতায়
ছিটেফোঁটা লাল,
আরো ভেতরের পাতারা ছাই মেখে কালো
গাছের ডালে ডালে ছেঁড়াখোঁড়া ঘুড়ির মৃতদেহ
এখান থেকে আলো কমে আসে
কমে আসে কোলাহল
পথটাও এবড়োখেবড়ো
দুপাশে বেশ কিছু কবর
আর বেশি দূর নয়,
দু চার মাইল ফাটল ধরা ভাবনার সুড়ঙ্গ পেরিয়েই
ওই দেখা যাচ্ছে বাড়িটা
সব দরজা বন্ধ...

মুশকিল হল
নকলের ভেতর আসল দরজাটাই
হারিয়ে গেছে!


ওঁম শান্তি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

মাঝে মাঝে বুকের ভেতর
ঘোড়ার খুড়ের শব্দ পাই
বালাগাম
বেপরোয়া
মাটি কাঁপানো শব্দ
বেসামাল মনটাও ব্যারিকেড ভেঙে
মেতে ওঠে লক্ষ্যহীন উল্লাসে।

বুক কাঁপিয়ে উচ্চারিত হয়
ওঁম শান্তি,ওঁম শান্তি।

মাঝে মাঝে মাথার ভেতর
কুণ্ডলী পাকানো ধোঁয়া ওঠে
ঢেকে যায় অতীত, বর্তমান পরিচিতি,
অবাস্তব স্বপ্ন হাতছানি দেয়,
প্রতিটা স্নায়ুতে বেজে ওঠে অপার্থিব সুখ।

বুক কাঁপিয়ে উচ্চারিত হয়
ওঁম শান্তি,ওঁম শান্তি।

চোখ বন্ধ করেও দাবার প্রতিটা খোপে
পা ফেলতে পারি,
আমি রাজা
যে দিকে খুশি ওই এক ঘর
মাঝে মাঝে ইচ্ছে করে
ছুক ভেঙে
এলোপাথাড়ি পা বাড়াই।

সংস্কারের ভুর্জপত্র চোখ রাঙিয়ে বলে
ওঁম শান্তি,ওঁম শান্তি।



--

চাঁদমারি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

প্রস্তুত আমি,
তৈরি হয়ে নাও তুমিও
কথা দিচ্ছি সরবো না,
ঝড় আসুক
ভেঙে পড়ুক মেঘ
ঝলসে দিক মাঝদুপুরের আগুন
শরীর বেয়ে উঠে আসুক
ভয়ংকর সরীসৃপ
পতঙ্গের গেঁথে দেওয়া হূল থেকে
রক্তে মিশে যাক বিষ
তীব্র হোক দহন জ্বালা
আমি নড়বো না।

ছড়িয়ে থাকা নিজেকে জড়ো করো
ঘণীভূত হও কেন্দ্রস্থলে
মাথা নিচু করে
মনে মনে প্রণাম জানাও অস্ত্রকে
এবার খুব মনোযোগের সাথে
একই সরলরেখায় নিয়ে এসো
তোমার চোখ
অস্ত্রের মুখ
আর আমার বুক
প্রস্তুত তুমি
কথা দিলাম নড়বো না।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test