E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডি.লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

২০১৬ মার্চ ৩০ ১৮:২৩:০৩
ডি.লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

রাবি প্রতিনিধি : বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ডি.লিট ডিগ্রি পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আরো জানান, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুইজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলা সাহিত্যে এই দুইজনের অবদান শুধু দেশেই নয়, সারা বিশ্বেই স্বীকৃত। দেশ-বিদেশ থেকে তারা নানা পুরস্কার ও পদকে ভুষিত হচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি ও তাদের সফলতার উদ্যাপনের অংশ হিসেবে ডি.লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসান আজিজুল হক ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। হাসান আজিজুল হক ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন।

অপরদিকে কথাসাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে বিএ এবং ১৯৬৮ সালে এম এ পাশ করেন। তার সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছেন।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test