E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পণ্ডিত'র কবিতা

২০১৬ এপ্রিল ১৯ ১২:৪৬:২০
রুমা পণ্ডিত'র কবিতা






 

কারিগরি


নিজস্ব ছন্দে বাঁধা দুটি বিন্দু
মাঝে দূরত্ব
ঘটনা প্রবাহে যতটা জানা
না জানা তার চেয়ে অনেক বেশি
তবু চেনা
তবুও চেনা...

এক অদৃশ্য দক্ষ কারিগর
কিছুটা সময় আর কিছুটা কথায়
তৈরি করেছে নিখুঁত সেতু
মায়াময় যোগসূত্র
বৃষ্টি ধোঁয়া তারায় সাজানো
নির্জন ছায়ায় ঢাকা
অপরূপ মাধুর্যময়।
দু'পাশে মন গড়া স্বপ্নের জাল
মাঝে শান্ত দিঘীর মতো
টলটল করে কথা ও ব্যাথার স্রোত।

প্রবল ভাবে বৃত্ত হতে চাওয়া সেতুর গায়ে
দৃঢ় সরলরেখার অভিশাপ
কান পাতলে শোনা যায়
জলপ্রপাতের শব্দ।


এক পশলা ব্যথা


পিচরাস্তার মসৃণ গা গড়িয়ে
মুছে গেছে গতরাতের কথা
সন্ধ্যে থেকে শুরু হওয়া
হালকা টিপটিপ গল্প
রাত বাড়ার সাথে সাথে গাঢ় হয়েছে,
প্রতি পশলায় অসংখ্য ভেজা শব্দ
আছড়ে পড়ছিল পথের বুকে
যেন জন্মান্তরের স্মৃতি ছিঁড়ে
বেরিয়ে আসছে নানা রঙের প্রশ্ন
অসহায় পথঘাট যার উত্তর জানেনা।
এখন ভোর
রাতের কান্নার দাগ
বাতাসের গায়ে কুয়াশা জমিয়েছে
পথের ভাঙা বুকে
এখনো জমে আছে টলটলে ব্যথা।




(ওএস/এস/এপ্রিল১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test