E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার এর গুচ্ছ কবিতা

২০১৬ এপ্রিল ২২ ২২:৪০:১৬
বদরুল হায়দার এর গুচ্ছ কবিতা





 

১,আবহমান বাংলা মন

চৈত্র সংক্রান্তি চলে যাওয়ার সাথে তোমার বিভ্রান্তি
ছিঁচ কাঁদানো আবেগ, শান্তি কামনায় বৈশাখী ফ্যাশন
সব মিলিয়ে দ্বিগুণ আয়োজন চলে নতুনানন্দের টানে।

নববর্ষে মনের উৎকর্ষের তাড়নায় সুদূরের স্পর্শে
ডোরাকাটা আবেগের পরামর্শে বহুমূল্যে তোমাকে হারাই।

স্বপ্ন দরশনে দুঃখকে তুলে দিই ইস্টিমারে। স্নায়বিক
লোভ শেডিংরা মিট করে নিশ্চিন্তের ঘরে
আন্তরিকতায় দাবির বিরহী অবরোধ চলে মান্যবরে।

ক্রান্তিকালে কাটেনা সময়। শান্তি ভুলে সংসারে
দিনরাতে বাড়ে গুম খুন অপহরণ বিস্ময়।
নির্দয় পাষাণ ভেবে যুক্তিতর্কের সদয় অবসানে তুমি
প্রাণ খুলে নিরাপত্তস্বার্থে জ্বালো প্রেমের শাসন।

আমি ভ্রান্তি বিলাসের অশান্তিতে বৈশাখের আগমনে
যান্ত্রিকতার বিকাশে টানি ঐতিহ্য পুরাণ।
ধান দুর্বা রঙিন কুলার ভক্তি গান প্রাণের সন্ধানে
জীবনের পরম আহ্বানে গড়ে হৃদয় আসন।

আবহমান বাংলা মন তোমাকে অভিবাদন। তুমি
বহতা প্রাণের জয়গানে মরা খালের উজানে
চিরতরুময় মাটি জলে ডেকে আনো প্রলোভন।

২,বিলাসীতার রোদসী আবরণে

হঠাৎ নামের তালিকায় নতুন সম্পর্ক যোগ হলো। ডায়ালে ট্রায়ালে
পার্থক্য খুঁজতে বরাত দিলাম দুঃস্বপ্নের। সুবর্ণ রোদনে হাওয়ার পালে
উড়িয়ে দিলাম আকাক্সক্ষা নিলাম।

প্রতিপক্ষের ভিমরতিতে নগরে সৃষ্টি হয় প্রেমমন্ত্র। রূপকথার উদাস
আকুতি ভীতির মন্ত্রপাঠে মুখোমুখি হয় অবিরাম। তুমি
আততায়ী মনের তালাশে পথভোলা হৃদয় আকাশে টানো
দুঃখের সারাবেলা।

মুখ্য প্রীতির সুরক্ষা চলে রাতারাতি। যথারীতি প্রেমবাগানের
অভিমানী জ্যামে মরণ খেলায় তুমি বরণ করেছো ছলনার কেরামতি।

ইঁচড়ে পাকার জালে ধরাশায়ী হয়ে বগল দাবার রোষে
ভিনদেশি, পরিযায়ি। আমি শখে পাঁচ ফোড়নের দোষে
পোষি দুঃখের হাহাকার অনাদায়ী।

বিলাসীতার রোদসী আবরণে জোড়াতালি চলে সু-সম্পর্কে
অবাধ্য প্রেমের আয়োজনে ফিরে পায় স্বপ্ন গুড়েবালি।

৩,মালতিলতার মন

মালতিলতায় দুলে উঠে মন। ফুলে ফলে বর্ষার কপালে
উচাটন হাওয়ার অনুকূলে খুঁজি হৃদয়ের মূলধন।

শ্রীচরণ নামের অগোচরে পরমাত্মারা বানের স্নান সেরে
তোমার প্রিয়বরেণেষু নিরাপত্তার আদরে নিরাশার বাণী নিয়ে
স্মৃতির পাতায় লিখে রাখে আগাম দমন।
চমকে দেওয়া খোলামনে ভোলানাথ সেজে মহামাণ্য
অনন্যার কাছে জমা রাখি আড়িপাতা প্রলোভন।

কদম বর্ষার কাছে হলুদ বরণ শিখে ভুলে থাকি দুঃখের ব্যাকরণ
নদী মাতৃকতার অবাধ্য উপকূলে তুমি জন্ম দাও অকারণ।

খরার হৃদয় জুড়ে বৃষ্টির অসূরে ভিজে যায় আবেগের
সবুজ বাগান। ঝুমকোলতা অতিথি হয়ে কেয়ার বাসরে
গড়ে আত্মীয়তা। তুমিহীন বৃষ্টি ঝরে টুপটাপ অভিমানে।

আমি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিনের লতানো প্লাবনে
ভেসে ডুবে হই মা মাটি ও মানুষের প্রিয়জন।
শ্যাম কালিয়া ভাটির কন্যা তুমি বন্যা জলে ভিজে
প্রেমের সুন্দরবন। মালতিলতার প্রেমে দুলে ওঠো।

৪,অবেলায় জীবন খেলায়

তুমি অবেলায় জীবন খেলায় মেেেতছিলে দরিয়া নগরে।
দোলা দেয় মনের উতালা। পালতোলা বেদনার কাফেলায়
চলে ছলকলা। ঘোলাজলে মাকাল ফলের ফলাফল
ডুবে যায় বেলা।

বাংলা ওয়াশে নিরামিষে দোভাষীর রাশিফলে যোগ করো
কাঁচকলা। বান তুফানের আগামী উজানে শুরু হয় পথচলা।

হৃদয় প্রদেশে আগাম চুক্তির দোষে বিলবোর্ডের দৃশ্যতঃ
রোড শো’তে তুমি উপভোগ করো দু®প্রাপ্য অমিল।

শিথিল মনের মিলে আমি দরিয়ার দীলে ডুব দিই।
তামাবিলের হৃদয়ে প্রাণের অধিক অন্তমিলে তুমি ঝিলমিলে
রাতের মিছিলে জীবনের আলো খোঁজো।

ঢেউ খেলে মনের মাতালে। এলোমেলো ভাবনার জালে
পিপিলিকা পাখা মেলে তুমি প্রেমের প্রহরী মানো গোজামিলে।

আমি বিলিয়ন ক্ষুধা আর সুধা পান করি তোমার অতলে।

৫,মনের বেপারি

মনদিয়ে কিনেছি তোমার অধীনতা। তুমি দাতা গ্রহীতার
বিনিসুতার মালায় ঋণী করো নিজস্ব স্বাধীনতায়।

নিম্নমানের জীবন অভিযোগে হারাতে বসেছি প্রেমিকের
সন্ধি, রদ। তুমি অদ্ভুত তলবে ছাড় ও বোনাসে
বধ করো চুক্তি ও মুক্তির সভাস্দ।

সহজ কিস্তিতে বেড়েছে শতাংশের প্রেম বিতরণ। মনোযোগে
সর্বোচ্চ সজাগ ভগ্নাংশে গুডবাই চ্যাম্পিয়ন হয়ে যোগ করো
উপেক্ষার থিমসঙ।

শ্রেণীভূক্ত বিজ্ঞপ্তিতে তোমার আপত্তি বাড়ে। পুনর্গঠনে মনের
বিলুপ্তিতে প্রেমের সতর্কবার্তা অবাধ্য আবেগে টানে সময় নিরপেক্ষতা।
যন্ত্র কৌশলে জানার আবশ্যকতার ভুলে আমি হালধরি কোলাহলে।

ব্যর্থতার আরজিতে হৃদয়ের বিরহী সঙ্গীতে চলে দরকষাকষি।
সাক্ষী গোপালের খোলামনে আবেগের হ্রাসে তুমি রুদ্ধদ্বার
প্রভিশনে বাকির ঘাটতি খোঁজো মনের হরণে।

প্রেমের অপহরণ বাসা বাঁধে হৃদয় শহরে। তুমি চরমপন্থির
পারদর্শিতায় মনের বিরোধিতা টানো লাভ ক্ষতি। প্রীতিডোরে
আমি স্মৃতির পাতায় লিখে রাখি প্রেম বিরাগভাজনে।

মন সুন্দরবনের মতো হিংস্র স্বভাবে কখনো ধ্বংস টেনে আনে।
আমি প্রেমের অপভ্রংশের সীমারেখা ছেড়ে হই আত্মার সন্ধানী
তুমি বহুগামী মন বেচকেনা করে হও সংসারী মনের বেপারি।

৬,প্রেমিক

ধাক্কা আর অনুপ্রেরণা সমান তালে অনিবার্য ভাবে কড়ানাড়ে
জীবনের প্রাসঙ্গিক ভাবনায়। সু-সংহত শাষিত ইতিহাসে অব্যাহত আখ্যান
জুয়াড়ি জীবনের অতীত অধ্যায় অভিসিক্ত করে সমাধানে।

অজ্ঞাত ভীতির কানে জড়ো হয় জ্ঞাত নাট্য সংলাপ।
পক্ষপাতিত্বের অসারতা যোগ হয় প্রেমের পাঠ্য সূচিতে।

ধ্রুপদীরা স্পর্শ পেয়ে জেগে উঠেছে গণিতে। ভেতরে কেবলি
ফাঁকা আঁকা বাঁকা অন্ধকার গাঢ় হতে থাকে পটভূমিতে। তুমি
স্যালুলয়েড অবাধ্যতায় বিচ্ছিন্নতা, নমস্য লালন করে হিতে বিপরীতে
শীতঘুমে ওমের সঙ্গীতে নাম লিখো সনাতনে।

যুক্তিতর্কে তোমাকে উন্মুক্ত করলে অবিরাম আগাম দুঃখ বাড়ে।
প্রেম ব্যথার আলিঙ্গনের নিলামে সত্তায় ইতিটানে ডিজিটাল মায়াবনে।
রাতের আধারে পাহাড় হয়েছো জেনে মেনেনিতে পারিনি নিজেকে
সব ব্যর্থতার কুলখানী শেষে ভালবেসে হয়েছি প্রেমিক।


৭,প্রিয়তমাষু

বসকারাসের অযোগ্য আবাস বরে রাখে ফেয়ারনেস
নোনা বাতাসের সুই থেকে ঐরাবত রেসিপির পলি প্যাকে
তুমি স্পেশাল আদরে গিফট হ্যাম্পার।

প্রিতমাষুর বরাবরে প্রেমের বিমুগ্ধ আলিঙ্গনে মন প্রশাসনে
দখলে বাজার চলে। চেতনার ভারোত্তোলনের প্রতিযোগিতায় হাওয়ায়
উড়ে ধারাভাষ্য। প্রেমপত্রের বাড়তি দর হয় হাজার ডলার।
মেট্রোপলিটন প্রেউন্নয়নে উচাটন হৃদয়ের অভিমান।

মুক্ত মনের প্রযুক্তি সংস্কৃতি ন্যূনতম যোগ্যতার মাপকাঠিতে হাটি হাটি
এ মাটির বুকে হেটে অনন্য শর্তাবলীর বিপরীতে মুল্যস্ফীতির
আবেগে প্রীতিভোজে যোগদেয় অনন্ত যৌবন।

যত্রতত্র দিবালোকে শর্তভঙ্গ দালাল আটকে তুমি
পালা পার্বনের তদন্তে আওতামুক্ত করো অনলাইন মনের ব্যাংকিং।
বন্ধ প্রেমের কানেকশনে চলে দ্বিগুণ অফার। দফারফার ষোলআনা ভুলে
বিনামূল্যে কিনো রহস্য স্বপন।

ইতিহাসে কোনঠাসা সেবাদাসে প্রেমের বিকাশে ফোটে দ্বন্দ্ব।
নিরানন্দে তুমি মনের বাংলাবন্ধে টানজিটে ক্রয়করো বেদনার
ফর্টিফাইড মনোরঞ্জন।

উষ্ণতার একটু দোষর দরকার। তুমি চরকার তেলে ঘি ঢেলে
অন্তর ফ্লেবারে ছড়িয়ে দাও প্রলোভন। নিষেধাজ্ঞার বদলে
আমি নিজস্ব স্বভাবে পুঁতে রাখি ভুুলে ভরা সমাধান।

৮,টেষ্ট টিউবের দুঃখরা

পূনরায় নিশ্চিত দুঃখে অবাঞ্চিত শোষনের গল্প।
প্রশংসা স্তুতি বিচ্ছতির দ্রুত চুক্তির আশ্বাসে ভাগ্যহত
মূল্যহ্রাসে বাসা বাঁধো প্রেমে।

অপনেট থেকে অননেটে দিনরাত ফ্রি মনের ভাটা। ভিজিটের ইশারায়
প্রেমিকের প্রেমনোটে তুমি জালভোটে ধাতব্য প্রেমের
কোটা সংরক্ষণে গড়ে তোলা স্যোশাল ফ্যামিলি প্যাক।

সম্ভবের উচ্চতা বাড়াও মনে প্রাণে। মনোরোলা সৌন্দর্যের
অবগাহনে বিষের গোলায় ঢালো মনের হরণ।
সুদৃশ্য ব্যালেন্স লাইসেন্সে ফাঁস করো প্রেমের চরম পত্র।

স্মৃতি অধিভূক্ত আপত্তিতে তুমি নিশ্চিন্তে ফোটাও বসন্ত।
ইউটিলিটিজে টানো লাভজনক দূরাশা। স্পিরিট ব্রেকারে বলী খেলো
মনের ডাউন শীপে।

প্রবৃত্তির লাইফ স্টাইলে বাড়তি আবেগে রাখো বিরহী ফরমালিন।
বন্ধকী মনের শর্তাবলীতে ভুলে যাও আমানতবিহীন বাতিল।
আইটেম প্রেমে চানক্যের নিশ্চয়তা মানে বিশুদ্ধ বচন রীতি।

তুমি ভালোবাসার কবলায় বগলদাবায় পুষো গৃহ অবনতি।
টেষ্টটিউবের দুঃখরা উঁকিমারে সুখের ভ্রমরে।
রিটায়ার্ড হার্ট নীলশার্ট পরে দুঃখ আদরে
আমি স্বঘোষিত মনের গারদে ভুলি আত্মঘাতি।

৯,ভালোবাসার বদঅভ্যাস

ভালোবাসার অভ্যাস চির কালেই ছিলো না। তোমাদের পূর্বাভাস
অতলান্ত হৃদয়ের খালে কেবলই মনের খেয়ালে ঢেউ তোলে।
নোনাজলে আবেগের কোলাহলে মনবলে গড়ি স্বপ্নের সুরক্ষা বাঁধ।
বিলাসবহুল প্রেক্ষাপটে সতি সাবিত্রির উপভোগে কৌতূহল রটে
অকপটে। অবনিবাস তোমার অধীর আবেগে যানজটে
তুমি ভুলে থাকো সাধুবাদ।

নির্ভাবনার প্রগতি আত্মরতি যোগ করে দুঃখের অনিয়ম।
সদাপ্রাণ পাষাণকুলের বান তুফানের ব্যবধানে
অথৈ অভিমানের জাতকুলে ভাঙে দ্বিমত পাষাণ।

ভালোবেসে বিদ্যাহ্রাসে বহুবার মনে রাখতে চেয়েছি দেহপ্রাণে।
আশ্বাসের ঢাকঢোল আর সন্ত্রাসের তৃণমূল এক কোরে
রাতার গুলের অন্ধকারে তুমি ডুব মারো।

সব তারকার ঘুম কেড়ে নেয় মনের গহ্বর। সূর্য হেলান দিয়েছে
নির্ঘুম অন্তর দ্বীপে। মনস্থির তোমাকে দিলাম। তুমি
অবহিতের ভীতির সুরে প্রেমের বালাম খুলে খোঁজে হৃদয় নিলাম।

ভালোবাসার প্রত্যাশা করে পাশাখেলা জয় করেছি আশাকে ঘিরে।
পাশা ফিরে দেখি তুমিও ভালোবাসার মতো দাহ করো ধীরেÑঅনাদরে।

আমি ভালোবাসার বদঅভ্যাস সর্বনাশের নিবাসে হই অধিবাসী।

১০,অপহরণের প্রেমিক মন

ওয়েলকাম টিউনে টাইটেল গুণে অপেক্ষার
সাজানো বাগানে অপহরণের প্রেমিক মন
ভুলে থাকে শত প্রয়োজন।

শাশ্বত ভাঙনÑআবেগের ধাবমান সংলাপে
ভুলের প্লাবণে আনে আগাম রিমান্ড। সদাপ্রাণ
প্রভিডেন্ট প্রেমের উজানে গণ অভিযানে যোগ করে
ষোলকলা মূলধন।

অজ্ঞাত ভীতির মনে জড়ে হয় জ্ঞাত চিত্রনাট্য।
পক্ষপাতিত্বে সম্পর্ক অবনতি ঘটে পাঠ্য প্রেমের সূচিতে।
স্যালুলয়েডের স্বপ্নীল অবাধ্যতার বিপরীতে
জুয়াড়ী নেশায় টলে অনিবার্য প্রাণ।

হেমন্তের মিহি কুয়াশার গানে আস্থাভাজনে সবজান্তার
রক্ষিত গোপনে মন পাকড়াও করে অভিমান।

প্রতারণাÑরূপের কৌশলে প্রেমের পরশে ছলেবলে
ভোঝবাজির অনুকূলে অচেনা দুপুর। দুঃখ মওকুপের
সূক্ষ্ম গুনাগুণে মালখানার নিলামে আনে পাষাণের সুর।

গণ বিজ্ঞাপ্তিতে রীতিমত অসময়ে ধরা দেয় প্রেমের নিয়তি।
সম্প্রীতির নীতি ভুলে সর্বনাশের আড়ালে প্রতিকূলে
ভবিষ্যত হয়েছে অসুর

অন্তমিলে ভাগ হতে থাকে আনন্দের দর্শন।
বৃত্ত ছিঁড়ে সত্য উঠে আসে ছায়ারথে
মনের দূষণ রোধে অনলাইনের অবাধে জাতকরে
থ্যাঙ্ক ইউ প্রফেশন।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test