E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এইচ,আই,হামজা’র দুটি কবিতা

২০১৬ মে ২৬ ১৭:৩৪:১৩
এইচ,আই,হামজা’র দুটি কবিতা







 

ঝড়ের পূর্বাভাস

আমের মুকুল কাঠালের গন্ধ
রুদ্রতাপে মরুমাঠ অশান্ত,অসীম
রুদ্রঝড়ে কালো আকাশ থমকে দাঁড়ায়
ক্ষণেক ঝড় তো এই আগুন সূর্যের বন্যা
সাঁঝ না হতেই ঝড় তাণ্ডবে মেতেছে উত্তর বায়ু
কৃষাণীর আঁচল উড়ে উঠোনের ধান পোড়ে
কুমড়ো মাচায় হলদে পাখির ইষ্টি কুটুম ইষ্টি কুটুম ডাক
নতুনের আগমনে মুখরিত কানন
পাগলা হাওয়ায় মত্ত উচ্ছ্বাসে মাতোয়ারা আম কুড়ানোর দল
তরুশাখা ভেঙ্গে দূরে ছুড়ে ফেলে
হঠাৎ রৌদ্রের ঝিলিক
শহরের আটপৌরে জীবন
কৃত্রিমতার ভিড়ে সানকিতে পান্তা ইলিশ
অতি বাঙালীপনার ছায়ায় পিছু নেয় অজানা বিভ্রম
নীল অথবা অস্পষ্ট কিছু
ফুল ফোটার আগেই রেণু ঝড়ে যায়
শিল্পীর তুলিতে আঁকা নির্ভার
প্রচ্ছায়ারা নিঃশব্দ কবিতায়
হারানো জীবনের সুর খুঁজে ফিরে
মৃক্তিকার তপ্ত বালুচরে


পৌরুষ

কল্পনার তুলিতে নয় জীবন বাস্তবতার তুলিতে
আমার হৃদয় অঙ্গে তোমার উষ্ণ হাসিমাখা মুখ
কতবার বলেছ ভালোবাসি
প্রতিউত্তরে শুধু বলেছি ধন্যবাদ
রমণী বা পতিতার প্রতি আকর্ষণ ছিল না
যেমন ছিল ভিখারিনীর মুষ্টিবদ্ধ হাতের মাঝে
হাজারও উত্তর খুঁজে ফেরার কৌতুহুল
সবুজ ঘাসের চরণ ধরে বহুবার বলেছি প্রেমহীন পৃথিবী দাও
বিনিময়ে পেয়েছি প্রতারণার আবেগি দুফোঁটা নোনাজল
ভুল বুঝেছিলে এতোটা স্বার্থপর ছিলাম না
যতটুকু তুমি ভেবেছিলে
শুনেছি তোমার বিয়ে হয়েছে
অন্য পুরুষ রতিখেলায় মাতে মধ্য রাতে
বন্ধু মুখে শুনেছি তুমি এখন আরও দেমাগি
তোমার সুডৌল দেহের গন্ধে পর পুরুষের আড়চোখ হাসে
কল্পনার খেলায় উরু ভিজিয়ে কষ্টের রাত কাটে বাড়ন্ত যুবকের

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test