E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী জুবেরী মোস্তাক’র দুটি কবিতা

২০১৬ মে ৩১ ১৮:৩৯:০১
কাজী জুবেরী মোস্তাক’র দুটি কবিতা







 

ভীষণ আক্ষেপ

ভুলেই যাই ভাষার জন্য যুদ্ধ করেছে আমার পিতা
যখন দেখি ঐ রাজাকারের গাড়িতে সগৌরবে উড়ে পতাকা ৷
ভীষন কান্না পায় আমার ধর্ষিতা মা বোনের কথা মনে পরলে
ওদের সম্ভ্রম ঢাকা কাপড় আজ পতাকা হয়ে
উড়ে ওদের গাড়িতে ৷
ভীষণ কষ্ট হয় আমার প্রিয় জন্মভূমির মাটির জন্যে
পবিত্র এ মাটিতে আজও ওদের সৎকারের জায়গা জোটে ৷
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রতি ওয়াক্তে এই ভেবে
আমার প্রিয় স্বদেশের বাতাসে ওরা নিঃশ্বাস নিয়ে বাঁচে ৷
ভীষণ অবাক বিস্ময়ে আমি তাকিয়ে থাকি ওদের পানে
যখন ওরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের অংশীদারীত্ব দাবি করে ৷
আমার ভীষণ হাসি পায় যখন আমাকে ওরা দেয় চারিত্রিক সনদ
যারা কিনা লুটতে চেয়েছিলো আমার বাংলার মসনদ ৷
যখন ভাবি আমার ভাইয়ের রক্তে ওরা হোলি খেলেছে
আমার রক্তে তখন প্রতিশোধের আগুন ফিনকি দিয়ে উঠছে ৷
ভীষণ আক্ষেপ নিয়ে আছি আজও অপেক্ষাতে
একদিন ওদের বিচার হবেই এই বাংলার মাটিতে৷


ভালোবাসাই কাজ

সত্যি বলছি আর কোনো কাজ নাই আমার
তোমাকে ভালোবাসাই একমাত্র কাজ আমার
প্রেমের তর্জমায় কাটে প্রতি ওয়াক্ত আমার ৷
চোখের ভাঁজে লুকানো আবেগী কান্না তোমার
মনের ভাঁজটা আজও জানা হলো না আমার
আর এই নিয়েই যাপিত আমার ঘর সংসার ৷
চাঁদের বুড়ির সাথে চরকা কাটি রাত জেগে
আর ভালবাসার বাসর সাজাই সুতোর ফোঁড়ে
সত্যি ভালোবাসা ছাড়া কোনো কাজ নাই ঘরে৷
শুধু তোমারই নাম জপি প্রিয়া প্রতি ওয়াক্তে
দিবস রজনী শেষ শুধু তোমারই আরাধনাতে
ভালোবাসার অফুরন্ত সময় আজ আমার হাতে ৷
তোমাকে নিয়ে ঘুরবো আজ দেশ হতে দেশান্তরে
ভালবাসার নাগোরদোলায় দুলবো তোমার অন্তরে ৷
ভালোবাসায় জড়িয়ে রেখো আমায় তোমার অন্তরে ৷

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test