E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমিনুল গণী টিটো'র কবিতা

২০১৬ জুন ০৯ ১১:৪১:১৭
আমিনুল গণী টিটো'র কবিতা






 

আমার লোভী মন

কত কত কংস মামা
এসব হেফাজতে না রেখে
গগন বিদারী শ্লোগান
বস্তা বস্তা হাহাকার ছড়াই
আমার ভেতরে যশোপ্রার্থী লোভ
লাইনে দাঁড়িয়ে ডাকের অপেক্ষা করি
সোনার মেডেল নগদ টাকা
খ্যাতির আকাঙ্ক্ষা জীবন্ত
জ্বলুক ক্যামেরা ফ্ল্যাশ
হাসি হাসি মুখ প্রচ্ছদে পায়রা
কালজয়ী শব্দের খই
যেন অনেক দিন পর পাহাড় থেকে
নেমে আসা এক অমর কবি
তিনি বলবেন
পৃথিবীতে একটি স্বপ্ন আদি অন্তহীন
প্রতিটি মোড়ক উন্মোচিত হবে
একই নাম ফলকে
আশেপাশে দু একজন মুগ্ধ
তালি তালি বলে
হাত তালিতে ভরিয়ে দেবে
আর কিছু শোনাবার নেই
হেটে যাব ঝলমলে সৌভাগ্যের পথ
লাইনে দাঁড়িয়ে ডাকের অপেক্ষা করি


আমার লোভী মন ৩

যেন কোনো আত্মীয় বন্ধু নেই ?
চারপাশ কিলবিল সাপের ফণা ,
প্রতিপক্ষ —
মনে হয় শত্রুদের বিষ খাইয়ে বিনাশ করি,
ভাটার লকলকে আগুনে ছুঁড়ে ফেলি,
ক্রশফায়ারে ঝুলিয়ে দেই হিংসার বুলেট ,
কিছু ঝলসে দেব পেট্রল বোমায়,
বাসা অফিস রাস্তা যে কোনো জায়গায় ,
ধর্মের চাপাতি কোপে ঝুলিয়ে দিবো,
পরকীয়া টানে শিশু হত্যা নতুন কিছু নয়,

আতংকিত হবার চেয়ে আতংক ছড়ানো ,
সমর কৌশল ,
হিংসার নরকে অহিংসার দরজা ,
কোন দিন খোলেনি—
রক্তপাতে শান্তি আসেনি, বিভেদ বেড়েছে,
চারপাশ কিলবিল সাপের ফণা ,
প্রতিপক্ষ —


(ওএস/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test