E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনোয়ার কামাল এর কবিতা

২০১৬ জুন ১২ ১৫:০১:৩২
আনোয়ার কামাল এর কবিতা






 

অপেক্ষা


গুহার ভেতর থেকে উঁকি দাও
আবার সুরুৎ করে গর্তে ঢোক।
ঘাসের ডগার শিশির কণা থেকে
প্রভাতের সূর্যালোক তোমাকে লানৎ দেবে
জমানো সবটুকু সওয়াব ফুৎকারে উবে যাবে
তুমি পৃথিবীর কুলঙ্গার বেজন্মা কাপুরুষ।
তোমার মুখ কুকুরে চাটবে
তোমার মুখ শুকরে চাটবে
তোমার মুখে থুথু দেবে সূর্য সৌনিকেরা
তোমার মুখ ভরে মুতে দেবে আগত সন্তানেরা।


অনুকবিতা


সমস্ত ভাবনা একিভূত হয়
সমস্ত চেতনা শেকড় গাড়ে
শেকড়ের সন্ধানে আমি এক পথিক।

২.
গায়ে গা লেপ্টে থাকে
হাতে হাত জোড়া লাগে
ভালোবাসার এখনই সময়।

৩.
চাপাতির কোপে খন্ডিত দেহ
পিঠের ঝোলায় স্বাপদের ছোবল
আমি খালি হাতে দাঁড়িয়ে আছি।

৪.
কথা বলতে মানা
এখন সবাই কানা
আমি চোখ-কান খোলা রাখি।

৫.
বুঝলে না ওকে বাঁচালাম
জনরোষ থেকে
আমি বাঁচলাম দেখিনি বলে।

৬.
আমি চোখের পলক ফেলিনা
আমি ডানে বায়ে তাকাই না
আমি মাথা তুলে শুধু আকাশের মেঘ দেখি।


(এসএস/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test