E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন

২০১৬ জুন ১৪ ১৩:৪১:০৫
আজ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন

নিউজ ডেস্ক : আজ ১৪জুন, মঙ্গলবার কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজীপাড়াতে হলেও বাবার চাকরি সূত্রে রাজশাহীতে তার বেড়ে ওঠা।

নগরীর নাথ গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় বিভাগীয় পর্যায়ে গল্প রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তারপর থেকেই অবিরাম লিখে চলেছেন।

সেলিনা হোসেনের কর্মজীবন শুরু হয় ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে। সেখানে কর্মরত অবস্থায় তিনি বাংলা একাডেমির অভিধান প্রকল্প, বিজ্ঞান বিশ্বকোষ, জেন্ডার কোষ, বিখ্যাত লেখকদের রচনাবলী, লেখক অভিধান, চরিতাভিধান, একশত এক সিরিজের গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব পালন করেন। সম্পাদনা করেছেন শিশু-কিশোর পত্রিকা ধান শালিকের দেশ।

তাঁর প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস প্রকাশিত হয় ১৯৭০ সালে। তারও এক বছর আগে প্রথম গল্পগ্রন্থ উত্স থেকে নিরন্তর প্রকাশিত হয়। সেলিনা হোসেনের ৫২ বছরের সাহিত্যিক জীবনে ৩৯টি উপন্যাস, ১৩টি গল্পগ্রন্থ, ১২টি প্রবন্ধ গ্রন্থ, ২৯টি ছোটগল্পের বই এবং ৮টি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। মৌলিক গ্রন্থ ও সম্পাদনাগ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হাঙর নদী গ্রেনেড তার জনপ্রিয় উপন্যাস। এছাড়া মগ্ন চৈতন্যে শিস, চাঁদবেনে, ভূমি ও কুসুম, পূর্ণ ছবির মগ্নতা, কাঁটাতারে প্রজাপতি, দিনকালের কাঠখড়, আগস্টের একরাত, গেরিলা ও বীরাঙ্গনা তাঁর উল্লেখযোগ্য উপন্যাস।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তার উপন্যাসের প্রধান উপজীব্য। সেই সঙ্গে তাঁর উপন্যাসে উঠে এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনচিত্র। কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test