E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনিসুর রহমান খান এর কবিতা

২০১৬ জুন ১৫ ১৩:৩২:২৯
আনিসুর রহমান খান এর কবিতা






 

১.
রাতের অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে
দীর্ঘ সময় করেছি পার
প্রাপ্তি আর প্রত্যাশার আগুনে পুড়ে
ছাই ভস্মের স্তুপ বানিয়েছি যত্নে।
জীবনের সমস্ত লেনদেন ফুরিয়েছে -
অপ্রাপ্তির ঘোরকে সঙ্গী করে
যা কেবলই নিয়ে গেছে মোহের অতল
অন্ধকারে।

২.
পাহাড়ের চুড়া থেকে নেমে এলো
একটি ষোড়শী গোলাপ ;
গড়ন -গঠনে বাঁক নেয়া নদী
ঝলকায় চোখের পলক।
কাঁখে তার শূণ্য জলের কলস ক্রমশ এগোম
মেঘনদী জল এসে চুমু খায় পায়ের পাতায়
দ্রুপদী ছন্দ তোলে জলের নান্দনিক ঢেউ।

(এআর/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test