E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কবি সমুদ্র গুপ্তের জন্মদিন

২০১৬ জুন ২৩ ১৪:৩৭:৫২
আজ কবি সমুদ্র গুপ্তের জন্মদিন



 স্টাফ রিপোর্টার:কবি সমুদ্র গুপ্ত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাসিল গ্রামে ১৯৪৬ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে দেয়া কবির নাম আব্দুল মান্নান। বাল্যকালে তিনি বাদশা নামে পরিচিত ছিলেন। এক সময় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং সমুদ্র গুপ্ত ছদ্মনাম ধারণ করেন। আর এই নামেই তিনি সাহিত্য অঙ্গনে অধিক পরিচিত।

সমুদ্র গুপ্ত মূলত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রোদ ঝলসানো মুখ’ ১৯৭৭-এ প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে কবি খ্যাতি লাভ করেন। এবং তাঁর সমসাময়িক সময়ে অন্যতম কবি হিসেবে তিনি পাঠক-লেখক মহলে পরিচিত হন। সমুদ্র গুপ্তের সারা জীবনে ১৩টি কাব্যগ্রন্থ, ১টি গদ্য, একাধিক সম্পাদিত ও অনুবাদগ্রন্থ ছাড়াও অনেক সৃজনশীল লেখা প্রকাশিত হয়েছে। এমনকি তার কবিতা বাংলা ভাষা ছাড়াও ইংরেজী, ফারসী, হিন্দি, সিংহলি, চীনা ও নেপালী ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। কবি সমুদ্র গুপ্তের এ পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- (১) রোদ ঝরসানো মুখ (২) স্বপ্নমঙ্গল কাব্য (৩) চোখে চোখ রেখে (৪) নদীও বাড়িতে ফেরে (৫) শেকড়ের খোঁজে (৬) একাকী রোদ্রের দিকে (৭) ঘাসপাতার ছুরি (৮) মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে (৯) তাহলে উঠে দাঁড়াবো না কেন ইত্যাদি। এছাড়া প্রবন্ধ নিবন্ধ সমালোচনা গদ্য সব মিলে বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে।

১০ মে (২০০৮) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার রোগের চিকিৎসার অবস্থার উন্নতি না হওয়াতে পুনরায় কবিকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে কবির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিয়েও তেমন কোন অবস্থার উন্নতি না হওয়াতে তখন ‘জাতীয় কবিতা পরিষদ’-এর সহযোগিতা ও ব্যবস্থাপনায় কবি সমুদ্র গুপ্তকে ৩ জুলাই ভারতের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত একটানা একমাস দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ জুলাই (২০০৮) শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ব্যাঙ্গালোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নন্দিত এই কবির মাত্র ৬২ বছর বয়সে অকালমৃত্যুতে বাংলাদেশের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনে এক শোকের কালো ছায়া নেমে আসে।

(এস অার/বি এইচ ২৩জুন২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test