E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অমিত গোস্বামী'র কবিতা

২০১৬ জুন ২৮ ১৩:৫৮:৫৩
অমিত গোস্বামী'র কবিতা






 

বাজুবনী গাথা


শুনেছো কি? শুনেছো কি? শুনেছো কি তোমরা বাজুবনী রিয়াং এর কথা ?
ত্রিপুরার কোন গ্রামে জন্মেছে বাজুবনী, আজ শোন সেই কথকতা।

খাদের অন্যপাশে ছোট এক কুঁড়ে ঘরে পাহাড়ের ধাপে বাস তার।
জুম চাষ আর কিছু শুয়োরের সাথে ছিল তার আর মা’র সংসার।
সারা দিন ঘুরে ফিরে খেলা আর গল্পে ভালো তার দিন কেটে যেত।
একদিন মনে হল সবাই যাচ্ছে স্কুলে আমি যদি যাই বেশ হত।
যেই ভাবা সেই কাজ, স্কুলে যায় বাজুবনী জোর করে পড়াশোনা করে।
মায়ের দুচোখ লাল পড়শী কথায় ঝাল, বই ছিল শূধু অবসরে।
একদিন মেয়েটির চাচাতুতো বড়ভাই বিয়ে ঠিক করে এসে বলে
পেয়েছি একটি ছেলে চাকরীতে ঘুষ মেলে উপরি প্রচুর তলে তলে ।
সারারাত বুক পোড়ে ঘর ছাড়ে কাক ভোরে থানায় প্রথম রাখে পা।
দারোগার হাত ধরে বলে – শোন দিদিমনি আমার বিয়েতে মত – না।
মহিলা দারোগা সব জেনে বুঝে কানে শুনে চারিদিকে বার্তা পাঠান,
বাজুবনী নাবালিকা জোর করে বিয়ে দেওয়া আইনের চোখে বেমানান।
দূর হঠো শুনে গ্রাম গৃহ ছেড়ে বাজুবনী একাকী লড়াই করে যায়,
সরাকারি জলপানি, পাশে সেই দিদিমন্ পড়াশোনা আগরতলায়।
পড়াশোনা শেষ করে চাকরী করতে এসে বাজুবনী প্রশাসিকা হল,
জেলার প্রধান হয়ে নিজের জেলায় ফিরে চোখ তার জল ছলোছলো।
অশ্রু সামলে নিয়ে নিজের অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে ভাবে,
ঢোকার সময় যে সিপাই সেলাম দিল তাকে কেন চেনা চেনা লাগে।
মনে পড়ে এই সেই ছেলে যার সাথে তার গ্রামে বিয়ে ঠিক হয়েছিল।
বিয়ে ভেঙেছিলো বলে এই ছেলে সেইদিন গ্রাম থেকে বার করেছিল।
বাজুবনী হেসে ফেলে ঘন্টি বাজিয়ে দিলে সিপাই সেলাম এসে ঠোকে,
বাজুবনী বলে তাকে – ভাল আছো কাশীরাম! এই নাও লাল ফুল বোকে।

এই ছিল বাজুবনী। বাজুবনী, বাজুবনী বাজুবনী রিয়াং এর কথা।
আমাদের সংগ্রাম বাজুবনী তার নাম শেষ হল তার কথকাতা।



নিহত প্রতিমা

চেয়েছিলে চিঠি, যখন যেখানে থাকি, সংবাদ অন্ততঃ।
কখনো দিয়েছি, বেশিটা পারি নি দিতে, তাই ফিরেছি দ্রুত
তোমার কাছে, জ্যোতস্নাময় নদীর সীমায়, অন্ধকারে
মেঘদরজার পাশে তুমি একা বসে আছো নদীটির পারে।
পূর্বের সঞ্চয় নেই, তাই বুঝি সরে যেতে গিয়ে কুয়াশায়
মৃদু ছোঁয় হাত, হিম সম্মোহনে হাতের কাঁকন বেজে যায়।
কী ভীষন কষ্ট নিয়ে বলেছিলে, আর তুমি কখনো এসো না,
স্তব্ধ নিথর আমি দেখি নদীস্রোতে ভেসে গেল নিহত প্রতিমা।



(এজি/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test