E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রদীপ গুপ্ত’র কবিতা

২০১৬ জুন ২৮ ১৫:৩০:৫৯
প্রদীপ গুপ্ত’র কবিতা







 

স্মৃতি

জানি কিছু থাকবে না আর --
হাসি, গান, কলতান, নূপুরের ধ্বনি
আর যত কিছু জীবনখেলার,

যত দূরে যাই
মনে তার কোনো চিহ্ন নাই
সকালবেলার ---

সেও ক্রমে সরে গেছে দূরে
অলস দুপুর ঘুরে
সন্ধ্যা নামে তমালের বনে,

জ্বলেছে সাঁঝের আলো ---
যদি কিছুমাত্র চিহ্ন থেকে যায়
পরমের ঘরে, সেটুকুই ভালো।

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test