E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মজিদ মাহমুদের কবিতা নিয়ে আবৃত্তিসন্ধ্যা

২০১৬ জুলাই ২২ ১৪:০১:১৯
মজিদ মাহমুদের কবিতা নিয়ে আবৃত্তিসন্ধ্যা

নিউজ ডেস্ক : কবি মজিদ মাহমুদের কবিতা নিয়ে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ আজ ২২ জুলাই ২০১৬ শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে সন্ধ্যা ৬টায় এক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নাসির আহমেদ। সভাপতিত্ব করবেন চারুকণ্ঠের সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করবেন চারুকণ্ঠের আবৃত্তি শিল্পী গুলশান আরা লুনা, তাবাস্সুম মুন্নী, মো. ইস্তাকুর রহমান, মাহবুবা ইসলাম, তাসলিমা আক্তার, সালমা আক্তার স্বর্ণা, পদ্মাবতী দেবী, সাইফুল ইসলাম, ফারজানা রোজী, ফয়েজ আহমেদ, আনোয়ার পারভেজ এবং জি এম মোর্শেদ।

এছাড়া বিশেষ পর্বে আবৃত্তি করবেন মুক্তধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, স্বনন, আবৃত্তি সংগঠনের শিল্পীরা। সব শেষে কবিকণ্ঠে তার মূল্যায়ন ও আবৃত্তি পরিবেশিত হবে।

মজিদ মাহমুদ ১৯৬৬ সালের ১৬ এপ্রিল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মোহাম্মদ কেরামত আলী বিশ্বাস, মা সানোয়ারা বেগম। পড়াশোনা স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৫।

তার কবিতার বিষয় ও আঙ্গিকের নিজস্ব বৈশিষ্ট্য ইতোমধ্যে বাংলা কাব্য-পাঠককে আকৃষ্ট করেছে। মানুষের গহন-কান্না, অস্তিত্বের সংকট মজিদের কবিতায় নতুন মিথ ও মেটাফরে প্রতিফলিত। তার কবিতার মানবচৈতন্যের সচল উপস্থিতি টের পাওয়া যায়।

মজিদ মাহমুদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মাহফুজামঙ্গল (১৯৮৯), গোষ্ঠের দিকে (১৯৯৬), বল উপখ্যান (২০০০), আপেল কাহিনী (২০০১), ধাত্রী ক্লিনিকের জন্ম (২০০৫), নির্বাচিত কবিতা (২০০৭), কাঁটাচামচ নির্বাচিত কবিতা (২০০৯), সিংহ ও গর্দভের কবিতা (২০১০), শ্রেষ্ঠ কবিতা (২০১১), দেওয়ান-ই-মজিদ (২০১১), গ্রামকুট (২০১৫), কবিতামালা (২০১৫)।

তাছাড়া প্রবন্ধ ও অন্যান্য গ্রন্থের মধ্যে নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র (১৯৯৭), কেন কবি কেন কবি নয় (২০০১), ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ (২০০৫), নজরুলের মানুষধর্ম (২০০৫), উত্তর-উপনিবেশ সাহিত্য ও অন্যান্য (২০০৯), রবীন্দ্রনাথের ভ্রমণ-সাহিত্য (২০১১), সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা (২০১১), রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ (২০১৩), নির্বাচিত প্রবন্ধ (২০১৪), সন্তকবীর শতদোঁহা ও রবীন্দ্রনাথ (২০১৫), ক্ষণচিন্তা (২০১৬); মাকড়সা ও রজনীগন্ধা (১৯৮৬), মেমোরিয়াল ক্লাব; বৌটুবানী ফুলের দেশে (১৯৮৫), বাংলাদেশের মুখ (২০০৭) উল্লেখযোগ্য।

(ওএস/এএস/জুলাই ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test