E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুমঙ্গল বিশ্বাস এর কবিতা

২০১৬ জুলাই ২৩ ১৫:৫৩:৫০
মধুমঙ্গল বিশ্বাস এর কবিতা






 

প্রেমে ও পয়ারে থাকো ২
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ছুরির চেয়ে ধারাল অভিসন্ধি আর সাপের থেকে তীক্ষ্ণতর বিষ
আস্তিনে লুকিয়ে আমার ডুয়ার্সভ্রমণ…

মূর্তিনদীর তীরে তোমার কুটির

দুই স্তন খোলা ভাওয়াইয়া ভাটিয়ালি
নীলাম্বরীর তেপান্তরে বাসনার বন্দিশ
তুমি না-দেখালেও জানতাম
তোমার ক্লিভেজে সমুদ্র বাধা আছে

অভিমান তোমাকে পিপাসাকে মুক্তি দেয়
আবেগ তোমার ঘাটেবাধা ডিঙি
যেকোনও সময় ভাসানে যেতে পারো তুমি

অভিসন্ধিকে বলেছি সংযমী হও
বিষকে বলেছি শাপমুক্ত হও

আমার প্রেয়সী ফুল ভালোবাসে
আমার প্রেয়সী সুধাপ্রিয়া

তাকে গোলাপ দিতে হবে
ভালোবাসার অন্তরালে আয়ুর বীজ বীজ বুনে দিতে হবে।



প্রেমে ও পয়ারে থাকো ৩
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


আমার অমৃতমুহূর্তগুলি
তোমার প্রতীক্ষায় থেকে থেকে মারা যায় প্রতিদিন।

মৃতদেহগুলি সাজিয়ে সাজিয়ে বানিয়েছি সেতু

যদি তুমি হেঁটে আসো মাড়িয়ে মাড়িয়ে
ফসিলেরা প্রাণ ফিরে পায়...


প্রেমে ও পয়ারে থাকো ৬
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ডানা মেলে অরণ্য ডেকে আনো ঘরে
বাঁশঝাড়ে চন্দনচর্চিত চাঁদ
দূরে নদীটির পরকাল

এপারে জ্যোৎস্না নামে শালে ও সঙ্গমে
বাতাসে কানাকানি রটে, তুমি কিছু জানো?

আমার প্রবল জ্বর, জ্বলে ওঠে চিতা
তুমি তো শুশ্রূষা চাও লিপলক শীতের খামারে
বরফ ছোঁয়াতে চাই, দাবানল লেগে যায় চৌষট্টি পরতে

ঋতুর রৌরব থেকে ডাকে পরকাল
তুমি তাকে ঘরে ডেকে বসাবে দাওয়ায়
বলবে সুরের কথা জেগে ওঠা সঙ্গমের চরে
আমার বাঁশিটি বুঝি খোয়া গেছে দিঘির গহিনে

শুশ্রূষা সাঁতরাতে সাঁতরাতে ভেসে যাব অজানা পতনে
যদি সেখানে তোমাকে পাই
জেনে নেব কীভাবে ঘরের দাওয়ায় মৃত্যুকে বসিয়ে রেখে
গোল্লাছুট খেলো!



প্রেমে ও পয়ারে থাকো ৮
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


একটি তারা পাঠাও
তোমার আকাশে আলোর মেলা

অন্ধকার মাখতে মাখতে আমার শরীরে ফসিলের ঘরবাড়ি
সন্তর্পণে সেজে ওঠে শ্মশানের বর্ণপরিচয়
যদি পয়ারছুট একটিও মাত্রা এসে দাঁড়ায় কিছুক্ষণ
পাথরে ফসিলে সঞ্চারিত হতে পারে সরগমসাধনা
প্রাণ যদি জেগে ওঠে

এ-সবই সম্ভাবনা
তোমাকে জানালাম

তারা আসুক বা না-আসুক
তোমার বাতিঘরে একটি মৃত্যুর আবেদন লিখে রাখি।


প্রেমে ও পয়ারে থাকো ৮
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


একটি তারা পাঠাও
তোমার আকাশে আলোর মেলা

অন্ধকার মাখতে মাখতে আমার শরীরে ফসিলের ঘরবাড়ি
সন্তর্পণে সেজে ওঠে শ্মশানের বর্ণপরিচয়
যদি পয়ারছুট একটিও মাত্রা এসে দাঁড়ায় কিছুক্ষণ
পাথরে ফসিলে সঞ্চারিত হতে পারে সরগমসাধনা
প্রাণ যদি জেগে ওঠে

এ-সবই সম্ভাবনা
তোমাকে জানালাম

তারা আসুক বা না-আসুক
তোমার বাতিঘরে একটি মৃত্যুর আবেদন লিখে রাখি।








(এমবি/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test