E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দোলা আহেমদ এর কবিতা

২০১৬ জুলাই ২৪ ১৩:০৬:৪০
দোলা আহেমদ এর কবিতা






 


কবির মন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

সব চেয়ে অভিমানী মন !
কবির মন ।
সব চেয়ে সরল মন
কবির মন ।
সব চেয়ে প্রেম ভরা হৃদয়
কবির হৃদয় ।
সব কিছুতেই অভিমান ।প্রিয় মানুষ থেকে শুরু করে প্রকৃতির মাঝে সব কিছুতেই কবি মনের অভিমান সৃষ্টি হয় ।এমনকি তার সৃষ্টির সাথেও অভিমান চলে ।প্রকৃত কবির মন অকৃত্রিম ।কৃত্রিমতা তাঁকে স্পর্শ করতে পারে না ।
কবি মনেই আছে প্রকৃতির অকৃত্রিম প্রেম -
এই প্রেমের সাথেও চলে তার অভিমান ।
অনেক কষ্টে প্রতিটি সময় কাটে -
কিন্তু অভিমান শেষ হয় না ।
নয়ন মাঝে ভরা শ্রাবনের মেঘমালা -
এক বিন্দু গড়ায় না অশ্রুধারা ---------------




সৃষ্টি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কবি সাহিত্যিকদের কিছু সৃষ্টি করাই কি তাঁদের কাজ ?
যদি একজন মানুষ না হতে পারেন ,
তবে কিসের সৃষ্টি ?
যদি অসহায় প্রাণের কষ্টে ব্যথিত না হতে পারেন ,
কিসের সৃষ্টি ?
মনের মাঝে যদি প্রেম না থাকে -
কিসের সৃষ্টি ?
যে বুকে কোনও আবেগ নাই
যে চোখে আগামী মানুষের স্বপ্ন নাই -
যে কান নদীর ভাঙ্গনের শব্দ শুনতে পায় না ,
তিনি হতে পারেন সমাজের কোনও নামীদামি পন্য -
কিন্তু সৃষ্টিশীল কোন মানুষ হতে পারেন না ।
তোশামদী করে উন্নত জীবন পাওয়া যায় -
গ্লানিমুক্ত কোন মানুষ হওয়া যায় কি ?
যে লেখার মাঝে জীবন্ত মানুষ কথা বলে না -
যে সৃষ্টির মাঝে , নাই অন্যায়ের প্রতিবাদ
শোষনের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আওয়াজ -
রাজপথে নেমে যে করে না সাধারণ মানুষকে আহ্বান ;
স্বার্থপর মানুষের আত্মতৃপ্তি হতে পারে -
এই সমাজের মাঝে অনেক পুরস্কারের ভরে যেতে পারে
তাঁর সৌখিন কোন শোকেস -
কিন্তু সৃষ্টি হতে পারে না কোনও
ইতিহাস ।
যে ইতিহাস কথা বলবে আগামী মানুষের দ্বারে ।







(ডিএ/এস/জুলাই ২৪,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test