E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেনিস আক্তার এর কবিতা

২০১৬ আগস্ট ০২ ২৩:৩৫:০৭
জেনিস আক্তার এর কবিতা






 

প্রতিকূলতা



কিছুই যে হলো না, তা নয় -
কিছু তো হলো !
মৃত্তিকার গন্ধ শুঁকতে গিয়ে
নাসারন্ধ্রে প্রবেশ করলো ভীমরুল
মানুষ দেখতে গিয়ে দেখা হলো অমানুষ
ফুলের সৌরভ ভেবে শুঁকেছি পেট্রোল
ভাতের গন্ধের বদলে পেয়েছি অগ্নিশিখা ।
তো হয় , এমনি হয়
কিছুই যে হলো না, তা নয় -
কিছু তো হলো !
পাপিয়া বসবে বলে সেজেছিলো যে বৃক্ষ
তা এখন শকুনের দখলে ।
আর এক মাজরা পোকা
কুরে কুরে খাচ্ছে মানচিত্র অবলীলায়
কিছুই যে হলো না, তা নয় -
কিছু তো হলো !
দুর ছাই ! !
মৃত্যুকে আর মৃত্যু বলো না তো
জীবনজয়ী ভাবো

পারলে সাহসের উপর জ্বলো ।


(জেএ/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test