E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুনীতি দেবনাথের কবিতা

২০১৬ আগস্ট ০২ ২৩:৪৭:১৫
সুনীতি দেবনাথের কবিতা






 

ক্লান্ত প্রহরে একলা ঠাণ্ডা চাঁদ

শেষ রাত্রির ক্লান্ত প্রহরে একলা ঠাণ্ডা চাঁদ
শীতল হাতে ছড়িয়ে দেয় সোহাগী ম্লান জ্যোৎস্না
নিরালা নদীচরে হু হু প্রান্তরে সারাটি চরাচরে।
প্রৌঢ়া পৃথিবী শ্লথ শরীরে আড়মোড়া ভেঙ্গে
বিবশ শরীরে পাশ ফিরে চোখ বুজে।
হঠাৎ মৃদু শীতল দমকা বাতাসে শিশিরে ভেজা
এক দঙ্গল শিউলির নরম গন্ধ ঝাপটা মারে।
চমকে তাকায় পৃথিবী নরম সোনালি আলোর ঘটা,
ভেজা কুয়াশায় ঘাসের ডগায় মুক্তোবিন্দু হাসে,
নদীর চরে গুচ্ছ সাদা কাশ মত্ত বাতাসে দোলে
আকাশে নীলের মহিমা হারায় স্তরে স্তরে সাদা মেঘে।
জল বর্ষাণো ক্লান্ত বর্ষা শেষে শরৎ আসে স্নিগ্ধ হেসে।

ফিরে এসো না


আমি কক্ষনো তোমাকে ফিরে আসতে বলবো না।
পৃথিবীটা আজ বড়ই ছোট্ট হয়ে গেছে খেয়াল করিনি,
মিডল ইস্টের যে দেশে আছো বেশ আছো শিহাব ভাই!
তোমার স্বদেশের মতো তো নিরাপত্তাহীনতায় নেই।
সেদিন স্বদেশ তোমাকে জীবিকার গ্যারান্টি দেয়নি,
তবু মনে মনে ক্ষুব্ধ ছিলাম জীবিকার জন্য দেশত্যাগী!
আজ ভাবতে গিয়ে বুঝি তোমার বুকে সেদিন
কোন গোপন আগুন জ্বলেছিল ধিকিধিকি।
কোন ক্ষিধের তাড়নায় কোন সে যন্ত্রণায় দেশত্যাগী
প্রাণপ্রিয় স্বজনদের এদেশে ফেলে কোন প্রত্যাশায় গিয়েছিলে।
আজ অনুভব করি যেতে হয় বেদনায় বুক ফেটে চৌচির হলেও!
সারাদিন অমানুষের মত খেটে সন্ধ্যা হলে একা শুধু একা,
একটা যন্ত্রণা তোমাকে সমুদ্রের কাছে নিয়ে যেতো
কালচে নীল সমুদ্র ঢেউয়ে ঢেউয়ে মাতামাতি করে,
দূরে অস্পষ্ট দিগন্তে এক ঝাঁক এলবেট্রস ওড়াওড়ি করে,
আগুন রঙের সূর্য ধীরে ধীরে ডুবে যেতে থাকে সমুদ্রে,
শ্লথ পায়ে তপ্ত বালিতে পা ডুবিয়ে ডুবিয়ে ঘরে ফেরা।
এভাবে দিনের পর দিন রাতের পর রাত একটাই রুটিন!
স্বপ্নহীন শিহাব তোমার নিক নেম, দুদেশের খরখরে রোদ
ইস্পাতের ঝকঝকে ফলার মত রোদ সব স্বপ্ন পুড়িয়ে দিয়েছে জানি,
কিন্তু শিহাব মানে জানি না, তুমিও বলতে পারোনি।
অবশেষে অভিধান দেখে জানালে মানেটা 'আগুন',
কল্পনায় দেখেছি তোমার দু' চোখে আগুন বুকের মাঝারে
দাউদাউ জ্বলছে এক সর্বনাশা আগুন অনির্বাণ!
কৌতূহলে বলেছি এতো আগুন নিয়ে কেন বিদেশে?
স্বদেশের সব জঞ্জাল পুড়িয়ে সাফ করে দাও না,
ফিরে এসো স্নেহাতুরা জননীর কাছে, পিতা পত্নী সন্তানের কাছে!
আঁতকে উঠে বলেছো, 'চুপ দিদি চুপ! আমরা বাঁচতে চাই '।
বুঝে গিয়েছিলাম বুকে আগুন থাকলেও সাহস ছিলো না মোটে!
তারপর যা হবার তা হলো, ধীরে ধীরে কমে কমে যোগাযোগ ছিন্ন হলো।
আজ তোমাকে বলতে চাইছি শিহাব ভাই, ওখানেই থাকো,
স্বদেশে তোমার বইছে রক্তস্রোত, জ্বলছে আগুন হামেশাই!
এমন নিরাপত্তাহীন আগুনে দেশে ফিরে এসো না শিহাব ভাই,
ওখানেই থাকো, যদি কোনদিন বুকে সাহস জন্ম নেয়
সেদিন ফিরে এসো সত্যিকারের যুদ্ধ করে দেশটাকে স্বদেশ বানাতে।


(এসডি/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test