E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দু’টি কবিতা

 

 

২০১৬ আগস্ট ০৬ ১৩:১৩:৫৪
দু’টি কবিতা
 
 






 

সুবোধ সূত্র ধর

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একাত্তরের মা

একাত্তরের মা, তুমি দুঃখ পেওনা
তুমিতো আমার মা, আমার বাংলাদেশ
আমার রত্নগর্ভা মাতৃভূমি।

অমৃত পানে শক্তি জুগিয়েছো, আমার শরীরে
আমিতো বলিনি, তুমি ধর্ষিতা মা
যারা তোমাকে ধর্ষিতা মা বলে
তারা তোমার সন্তান না।

ওরা আমার রত্নগর্ভা মাতৃভূমিতে জন্মেনি
ওদের জন্য তুমি আর মমতাবোধ দেখিওনা।
ওরা হিংস্র ওরাতো বিষ্ঠার সন্তান।

একাত্তরের বোনটি আমার, তুমি কেঁদোনা
তুমিতো আমার রত্নগর্ভা মাতৃভূমির অংশ
আগামির মাতৃভূমি।

দেখ, তোমার সন্তানেরা একদিন
হিংস্রবৃক্ষের শিকড় উপড়ে দিবে
তোমার পদতলে।

তখন কেউ আর, বলবেনা ধর্ষিতা মা তোমাকে।
তুমি হবে পবিত্র মা,
পবিত্র মাতৃভূমি পবিত্র বাংলাদেশ।


ভালোবাসার গান


আমি ভালোবাসি,
বাংলার কাঁদামাটি- আঁকাবাঁকা মেঠোপথ
সবুজ সোনালী প্রান্তর
খাল, নদী আর শাপলা ফুটাবিল

আমি ভালোবাসি
লাল সবুজ শাড়ী পড়া
সবিতার মুখে সেই গান
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
রফিক, শফিক, বরকত, ছালামের
আদায় করা ক, খ, অ, আ, ১,২,৩

আমি ভালোবাসি
স্বাধীনতার ডাক বজ্রাকন্ঠের আওয়াজ
এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ।








(এসএস/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test