E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনোয়ার কামাল’র পাঁচটি কবিতা

২০১৬ আগস্ট ১২ ১৩:৫৭:৪৯
আনোয়ার কামাল’র পাঁচটি কবিতা






 

মিছিলের চিরচেনা মুখগুলো

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আমি অপেক্ষায় থাকবো মিছিলের উদ্দীপ্ত ঝাঁঝালো মুখের
সামনে, আসুক না কাঁটা তারের বেড়া, দুহাত ঠেলে চলে
আসবো, পুলিশি বেষ্টনি আমি থোড়াই কেয়ার করি।

অনেক মিছিলে বন্ধুদের পায়ে পায়ে হয়েছি সামিল-
আমিও তোমাদের মতো মিছিলে প্রতিবাদে দাঁড়াতে চাই
আমিও অন্যায়ের প্রতিবাদে নিজেকে দেয়ালের মতো
দাঁড় করাতে চাই।

আমাদের যাপিত জীবনে হারানোর অবশিষ্ট রেশ নেই-
কষ্টের ঘর-বাড়ি বাতাসে মিলিয়ে গেছে, আর কোন কষ্ট
তেমন পীড়া দেয় না; কষ্টের গায়ে লেপ্টে থাকে পড়ন্ত শরীর
কেবলই চাঁদনি রাতে কষ্টের গলা ধরে ডুবসাঁতার কাটে।
আমি মিছিলে পোড় খাওয়া মানুষের হাতে হাত রেখে
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদের সোনালি সংবাদ ইথারে বিলি করি
আমি প্রেয়সীর হাতের স্পর্শের অপেক্ষায় থাকি, আমি মিছিলে
শ্লোগানের ছন্দে উদ্বেলিত হই;
না কোন টিয়ারসেল আমাকে থামাতে পারে না
লাঠি, গুলি বা রাইফেলের উদ্যত বাটে আমি ভীত নই

মরে যাওয়ার আগে একবার জ্বলে উঠতে চাই, কারখানার হুইসেল
বেজে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে উঠবো, যদি কোন একজন
ডাক দেয় নুরুল দীনের মতো, ইলা মিত্র, রাসমনি হাজং... এর মতো



শীতের ভেতর ওম কুড়ানো গল্প
(জাহাঙ্গীর ফিরোজ প্রিয়জনেষু)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কিছু কথা কখনো কখনো কানে লেগে থাকে
ভালোলাগা কিছু পঙ্ক্তি জেগে থাকে শিয়রের পাশে-
আমারও কথা ছিল অচেনা সওদাগরের কাছে
বিকিকিনি করে ফিরি দেশ দেশান্তরে-
যে জন বন্ধু হয়ে জেগে থাকে নিশুতি রাতে
বেলা অবেলায় হাতছানি দেয় মমতায় মাখামাখি করে
আমি তো যেতে চাই তারই কাছে হৃদয়ের ছোঁয়া নিতে।

কুয়াশামাখা এক প্রাতে দুজনে মিলেছিনু মরা পদ্মার পাড়ে
পাশ থেকে ঝরা পাতাদের আর কাঠবিড়ালীর নাচন দেখেছি
ভোরের হালকা শীতের ভেতর থেকে-
ওম কুড়ানোর ছলে হেঁটেছি খানিক পথ।

তোমার পুকুরে সাঁতার কাটি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

খানিক বিরতি নিয়ে
প্রহর গণনা করে তুমি ফিরে ফিরে আসো-
মাটির শরীরে শরীর জড়িয়ে নুয়ে পড়ো
আমি তোমার পুকুরে সাঁতার কাটি
খুঁজে ফিরি অমূল্য রতন-
খুঁজি, কেবলই খুঁজি; খুঁজতে থাকি।

কবি ও কবিতা

.................................................................

কবিকে হত্যা করতে চাও
কবিতাকে স্তব্ধ করে দিতে চাও
পারবে না।

কবিকে হত্যা করা যায় না
কবিতাকে ধ্বংস করা যায় না
কবির মৃত্যু নেই
কবিতার ধ্বংস নেই।

কবি লেখে চলে মাইলের পর মাইল
কবিতা জমতে থাকে বছরের পর বছর
কবিতা একদিন প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ায়
গণসঙ্গীতের প্রবল জোয়ারে।

কবিকে হত্যা করতে চাও
কবিতাকে স্তব্ধ করে দিতে চাও
পারবে না।

কবির মৃত্যু নেই
কবিতার ধ্বংস নেই।

প্রতীক্ষা

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একটি সুন্দর সকালের প্রতীক্ষায় আছি
একটি রৌদ্রকরোজ্জ্বল দিনের
একটি জোছনাময় রাতের চাদরে
আচ্ছাদিত কুয়াশা ঘেরা ভোরের

একটি সুন্দর সকালের প্রতীক্ষায় আছি
বিপ্লব স্পন্দিত চেতনায়-
কৃষকের সারল্য হাসি দেখার জন্য
ক্ষেতমজুরের মাথাল উঁচিয়ে রোদেল দুপুরকে
ভেদ করার জন্য
একটি সুন্দর সকালের প্রতীক্ষায় আছি
পালা বদলের জন্য।








(একে/এস/আগস্ট১২,২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test