E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৭তম জন্মদিন

২০১৬ আগস্ট ১৮ ১০:১৩:০৯
আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৭তম জন্মদিন

নিউজ ডেস্ক : আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার, প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের ৬৭তম জন্মদিন। প্রজ্ঞা, মেধা, মনন ও দক্ষতায় যে ক’জন নিরলস সাংস্কৃতি ব্যক্তিত্ব আমাদের সহজিয়া লোকজ বাংলার উর্বর সংস্কৃতিকে বহুমাত্রায় বহুদুর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন নাট্যকার সেলিম আল দীন ছিলেন তাদের ভেতর অন্যতম।

বাংলার হাজার বছরের পুরোন লোকজ উপাদানকে ব্যাবহার করে জলজ এই ব-দ্বীপের পোড় খাওয়া, চির সংগ্রামী, সরল, স্বাধীনচেতা, আত্মনির্ভর, নির্ভিক, সাহসী মানুষদের জীবনকাব্যের এক বাস্তব প্রতিচ্ছবি অত্যন্ত সাবলীলভাবে সেলিম আল দীন তার প্রতিটি নাটকের প্রতিটি দৃশ্যে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন। চরিত্রের এই যুক্তিসংগত গ্রহণযোগ্যতার কারণেই নাটক তখন শুধুই নিছক মঞ্চের ভাষা হয়ে থাকেনি, তার নাটকের প্রতিটি সংলাপ জীবন্ত হয়ে মিশে গিয়েছিল আমাদের সাধারন গার্হাস্থ জীবনের আনন্দ-বেদনার কাব্যে।

নাট্যকার সেলিম আল দীন জন্মেছিলেন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে। মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান তিনি। শৈশব ও কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে। বাবার চাকরির সূত্রে এসব জায়গার বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন তিনি। সেলিম আল দীন ১৯৬৪ সালে ফেনীর সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের করটিয়ায় সাদত কলেজে। সেখান থেকে স্নাতক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে নাটকের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেলিম আল দীন।

সেলিম আল দীনের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। সেই সূত্রে ঘুরেছেন বহু জায়গা। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তার চরম ঝোঁক। তাই নতুন বই দেখলেই পড়ে ফেলতেন এক নিমেষে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হওয়ার পর লেখক হওয়ার বিষয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে, কবি আহসান হাবিব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার মাধ্যমে। আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে লেখা তার বাংলা প্রবন্ধ ‘নিগ্রো সাহিত্য’ ছাপা হয় ওই পত্রিকায়।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন সেলিম আল দীন, যুক্ত হন ঢাকা থিয়েটারে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে যোগ দেন বিজ্ঞাপনী সংস্থা ‘বিটপী’তে কপি রাইটার হিসেবে। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ওই বছরই বেগমজাদী মেহেরুন্নেসার সঙ্গে বিয়ে হয় তার। তাদের একমাত্র সন্তান মইনুল হাসানের অকালমৃত্যু হয়। মধ্যযুগের বাংলা নাট্যরীতি নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে একমাত্র বাংলা নাট্যকোষেরও তিনি প্রণেতা। আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণকেন্দ্রিক এথনিক থিয়েটারেরও তিনি উদ্ভাবনকারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা সেলিম আল দীনের হাত ধরেই। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সাথী করে গড়ে তোলেন গ্রাম থিয়েটার।

তার প্রথম রেডিও নাটক বিপরীত তমসায় ১৯৬৯ সালে এবং টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় লিব্রিয়াম (পরিবর্তিত নাম ‘ঘুম নেই’) প্রচারিত হয় ১৯৭০ সালে। আমিরুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত প্রথম মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন করা হয় ১৯৭২ সালে। তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ ‘বাংলা নাট্যকোষ’ সংগ্রহ সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। তার রচিত ‘হরগজ’ নাটকটি সুয়েডীয় ভাষায় অনূদিত হয় এবং এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে।

সেলিম আল দীনের প্রথমদিককার নাটকের মধ্যে ‘সর্পবিষয়ক গল্প’, ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘মূল সমস্যা’, এগুলোর নাম ঘুরে ফিরে আসে। সেই সঙ্গে ‘প্রাচ্য’, ‘কীত্তনখোলা’, ‘বাসন’, ‘আততায়ী’, ‘কেরামত মঙ্গল’, ‘হাত হদাই’, ‘যৈবতী কন্যার মন’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও ‘চাকা’ তাকে ব্যতিক্রমধর্মী নাট্যকার হিসেবে পরিচিত করে তোলে। জীবনের শেষ ভাগে ‘নিমজ্জন’ নামে মহাকাব্যিক এক উপাখ্যান বেরিয়ে আসে সেলিম আল দীনের কলম থেকে। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

উল্লেখযোগ্য নাটকসমূহ: ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ (১৯৭৫), ‘বাসন’ (১৯৮৫), ‘মুনতাসির’, ‘শকুন্তলা’, ‘কীত্তনখোলা’ (১৯৮৬), ‘কেরামতমঙ্গল’ (১৯৮৮), ‘যৈবতী কন্যার মন’ (১৯৯৩), ‘চাকা’ (১৯৯১), ‘হরগজ’ (১৯৯২), ‘প্রাচ্য’ (২০০০), ‘হাতহদাই’ (১৯৯৭), ‘নিমজ্জন’ (২০০২), ‘ধাবমান’, ‘স্বর্ণবোয়াল’ (২০০৭), ‘পুত্র’, ‘বনপাংশুল’।

সেলিম আল দীনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নাটকের দল ঢাকা থিয়েটার ও স্বপ্নদল। স্বপ্নদলের আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সেলিম আল দীন উৎসব। উৎসবের আয়োজনে থাকছে- নাট্যাচার্যের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, স্মারক বক্তৃতা, পদক প্রদান ও নাটক মঞ্চায়ন প্রভৃতি।

বাংলা সাহিত্যের আধুনিক এই নাট্যগুরুর জন্মদিন উপলক্ষে সেলিম আল দীনের নাট্য-ঐতিহ্যের ধারক নাট্যসংগঠন স্বপ্নদল ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত ৩দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৬’।

নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের আয়োজনে ১৪তম এ উৎসবের স্লোগান- ‘ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে বাঙলা নাট্যের স্বর্ণালী দিন, প্রেরণা মোদের রবীন্দ্রনাথ সঙ্গী সেলিম আল দীন’। উৎসবটি উৎসর্গ করা হচ্ছে সংস্কৃতিজন প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের স্মৃতির প্রতি। উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্যাচার্যের সামাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা। এরপর মঞ্চায়িত হবে জাহিদ রিপনের নির্দেশনায় বাঙলা নাট্যরীতিতে নির্মিত সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’।

দ্বিতীয় দিন ১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে থাকবে অরব্য রজনী-র ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে জাহিদ রিপনের কাহিনি পুনর্বিন্যাস ও নির্দেশনায় বাঙলা মূকাভিনয়রীতিতে নবরূপে নির্মিত মূকনাট্য (মাইমোড্রামা) ‘জাদুর প্রদীপ’-এর প্রদর্শনী।

উৎসবের শেষ দিন ২০ আগস্টে শনিবার বেলা সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার/মহড়া কক্ষে নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে একক বক্তৃতানুষ্ঠানে ‘সেলিম আল নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন মঞ্চসারথি আতাউর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে মতামত ব্যক্ত করবেন নাট্যজন এস এম মহসীন, বেগমজাদী মেহেরুন্নেসা, ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ জসীম উদ্দিন, সুদীপ চক্রবর্তী, রিজোয়ান রাজন, আনন জামান, আল জাবীর, সামাদ ভূঞা প্রমুখ। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test