E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো. আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ আগস্ট ১৯ ১৭:৫৮:০৪
মো. আলী আশরাফ খান’র কবিতা







 

সাধের খাঁচার পাখিটা

তিল তিল করে আমি গড়ে তুলেছিলাম যারে
সে বুকের ভেতর ক্রমাগত পাথর নিক্ষেপ করে,
আমার রক্তাক্ত ক্ষত-বিক্ষত হাড্ডিসার এ দেহটি
আহ! দেখেও না দেখার ভাণ করছে এ পাখিটি।

কি অপরাধে অপরাধী আমি জানা নেই আমার
গভীর অন্ধকার যেন চারদিক ঘিরে রেখেছে তার;
আহ! ফেলে আসা সোনালি দিনগুলি ভুলে গেছে সে
নৃত্য করে লাশের উপর রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে।

বহুদিনের লালিত স্বপ্ন চিৎকার করে গগণ কঁঁাঁপায়
সাধের খাঁচার পাখিটার তিরস্কারে ব্যথাটা আরো বাড়ায়;
শেষ বিকালে আজ আমার আকুল প্রার্থনা স্রষ্টার তরে-
পাখিটা যেন ভাল থাকে-উড়ে তার মত মুক্ত আকাশে।


পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test