E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌ মধুবন্তী”র কবিতা

২০১৬ আগস্ট ২১ ১৪:২৭:০৫
মৌ মধুবন্তী”র কবিতা



এক জাতির এক পিতা
মৌ মধুবন্তী

লক্ষ্য নাচে, বক্ষ মাঝে
কে -কে যাবি প্রবাল দ্বীপে
দ্বীপের বুকে বাঁশী বাজে
বাঁশীর সুরে সুর মিলিয়ে
আয় মেঘনা, আয় রত্না, একসাথে সব যাই হারিয়ে।

এসো ছন্দ, এসো মুক্তি
জাতির পিতার মৃত্যু বার্ষিকী
একি রক্ত, লক্ষ লক্ষ ভক্ত
পরে আছি সবাই হার মানা হার গলায় শক্ত।

জনতা বানায় জাতি হারায়
এমন মৃত্যু কি কভু ভুলা যায়?
ঘাই হরিণী, সেও দেখেনি
চন্দ্রভূক নাবিক রক্ত গঙ্গায় নৌকো চালায়নি

পনের আগস্ট জাতীয় শোক
রক্তপাত, রক্তস্রোত এবার রোখ
দেখ চেয়ে দেখ চোখ খুলে
মাতা,পিতা, সন্তানের বুক বুলেট ঝাঁঝরা করে দিয়েছে

আমরা ভুলিনি , জাতি ভোলেনি
জাতির পিতা হত্যার শোক নেভেনি
দাউ দাউ জ্বলছে আগুন
এমন হত্যা করুণ কাহিনী,অতি অশালীন খুন

পিতা! আমরা তোমার সন্তান
এ হত্যা নয় জাতির অপমান
নতুন প্রজন্মও মেনে নেবেনা
কালে কালান্তরে হত্যার নির্মম শিকার সন্তান ভোলেনা

সমগ্র জাতির পক্ষে শপথ
পায়ে যতই থাকুক গভির ক্ষত
পথে নামবেই এই শক্তিশালী প[
যতদিন বাংলাদেশ বাঁচবে , বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা

১৪ আগস্ট, ২০১৬
টরোন্টো, কানাডা, পৃথিবী

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test