E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন হোসেন’র কবিতা

২০১৬ আগস্ট ২৩ ১৬:০৭:৪৩
আলাউদ্দিন হোসেন’র কবিতা







 

এটাই কি বাংলাদেশ!

এত সুন্দর একটি দেশ, আজ কোথায় হারিয়ে যাচ্ছে
কিছু করতে পারি না, কিছু বলতে পারি না
শুধু দেখতে থাকি-
আর শুনতে থাকি সুন্দর দেশটির
বেদনাদায়ক হাহাকার।

ছোটবেলায় দাদুর কাছে
শুনেছিলাম ৫২, ৬৯ , ও ৭১ এর কথা
যা শুনে পেয়েছিলাম আমি
বুক ভরানো ব্যথা ।

এতদিন সে তো ভুলেই ছিলাম
প্রকৃতির মমতা লয়ে
কিন্তু আজ দেখছি এই
সুন্দর দেশটি যাচ্ছে অন্ধকারে বহে।

কেন এতো হাহাকার
কেন এত কোন্দল
দেশটির মানুষের মাঝে
দেশটির সৌন্দর্য নষ্ট করা
মানুষের কি সাজে।

এখানে মিছিল ওখানে বোমা ফুটছে অবিরত
বোমার নিচে পিষ্ট হয়ে
লোক মরছে শত শত
কেউ যেন দেখছে না, কেউ যেন শুনছে না
দেশটির হাহাকার
স্বার্থের জন্য সবাই দেশটিকে
করে দিচ্ছে একাকার।

আর কত মরবে ,আর কত জ্বলবে
আর কত চলবে রাজপথ অবরোধ
কোনও দিনই কি রাজনৈতিকদের
শেষ হবে না দেশটির প্রতি ক্ষোভ।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test