E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড. জাহিদা মেহেরুননেসা’র অণুগল্প

২০১৬ আগস্ট ২৮ ১৩:১০:৫০
ড. জাহিদা মেহেরুননেসা’র অণুগল্প







 

নীল সার্ট

চন্দনা রহমান তার বন্ধু পারভীন আক্তারকে সাথে নিয়ে তার স্বামীর অফিসের গাড়িতে করে একটি শপিং মলে সার্ট কিনতে আসে । দু’জনে একই অফিসে চাকরি করে ।
পারভীন আক্তার যদিও চন্দনা রহমানের ঘনিষ্ট বন্ধু তবুও স্বামীর ব্যাপারটিতে চন্দনা রহমানের নাকটি সব সময়ই অনেক উঁচু । আর উঁচু হবে নাই বা কেন ?

চন্দনা রহমানের স্বামীর আয় রোজগার অনেক বেশি । তার উপরে অফিসের একটি গাড়ি দিনরাত চব্বিশ ঘন্টা চন্দনার পেছনে সার্ভিস দেয়। এমন কি দু’জনের অফিসেও সময় সময় বিভিন্ন কাজে লাগে । এতে চন্দনা রহমান যদি একটু অহংকার করেনই তা তো করতেই পারেন । তাতে পারভীন আক্তারের এত গায়েই বা লাগে কেন? চন্দনা রহমান তো কিছুমাত্র কম করেন না কারো জন্য । পারভীন আক্তারের স্বামী তো আর তেমন কিছু না ।

দু’জনেই দোকানে এসে হালকা কালারের দুটো সার্ট পছন্দ করেন ।
চন্দনা পারভীনকে বলল- দেখ আমার হাসব্যান্ড তো অফিসের এক্সিকিঊটিভ বস এই কালারটি ওকে মানাবে । আমি এটা ওর জন্য নেবো । তুই দেখ অন্য কোনটা নিবি ? বুঝিস তো বসদের ব্যাপারটাই অন্য রকম । এক্সিকিউটিভ বসদের এ রকম সার্ট মানায়।
ভাই তো আর এক্সিকিউটিভ বস না।

পারভীন আক্তারের বুকের কোথায় যেন কী একটা বিদ্ধ হয়। অনেক কষ্ট হয়। মনে হয় বিষকাঁটা ঢুকছে কোথায় । সে চন্দনা রহমানের কথাগুলোর অর্থ বোঝে। মনে হয় পারভীনের বুকের মধ্য অসংখ্য ভিমরুল হুল ফোটাচ্ছে । নানাবাড়িতে একবার ভিমরুলের আক্রমণের শিকার হয়ে সে বেঁচে গিয়েছিল। এবার বাঁচাটা খুব জরুরী । সে শপিং মল থেকে সোজা বাসার দিকে পা বাড়ায় । পিছনে কোলাহলমুখর শপিং মলে ঝুলতে থাকে এক্সিকিউটিভ বসদের জন্য হালকা নীল রঙের সার্ট!

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test