E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো. আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ আগস্ট ২৯ ১৫:৫৫:০৭







 

ভুলে গেলে চলবে না-

তলাবিহীন ঝুরি! তলাবিহীন ঝুরি!!
এত গুরুত্ব কেনো বাংলাদেশের!!!
একসময় ওইসব মানুষেরাই
এদেশকে তলাবিহীন ঝুরি আখ্যা দেন,
এখন এত গুরুত্ব কেনো ্এ দেশের?
এটা ভাবনার বিষয় নয় কি?

মনে রাখা চাই-মনে রাখতে হবে
ভুলে গেলে চলবে না-
এই দেশ সোনার বাংলাদেশ,
এখানে মাটি-মানুষ বড়-ই উর্বর
প্রতিনিয়তই মেধাবী মানুষ জন্ম নেয়।

এই দেশ মহামূল্যবান সম্পদে সমৃদ্ধ-
বিশ্বের সেরা দেশ-বৈচিত্র সম্পদে ঘেরা;
ভয় করি না,আসবে-আসুক কুচক্রিমহল
জয়ী হবে আমাদের প্রিয় জন্মভূমি,
ভুল শুধরে নিক নেগেটিভ দৃষ্টিভঙ্গির মানুষজন।

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test