E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিউটি আকতার হাসু’র কবিতা

২০১৬ সেপ্টেম্বর ০১ ১৭:৫৪:৩৫
বিউটি আকতার হাসু’র কবিতা







 

হার জিত

মন নগরীর নাম শুনেছ?
দেখেছ কি একরোখা মন?
সেই মনটাই এখনো কাউকে করিনি অর্পণ।
‘ওয়াটার লুর’ যুদ্ধে হেরেছিল নেপোলিয়ান,
জিতেছিল কে?
কে জানে সে নাম?
সমস্ত পৃথিবী সেই পরাজিত নামটাই মনে রেখেছে।
ব্যর্থ আমি তোমায় প্রেমদানে
অক্ষমও তাই তোমার প্রেম গ্রহণে।
ব্যর্থ আমিই বারবার!
ফিরিয়ে দিয়ে প্রেম সবার।
বন্ধ রেখে মনের দুয়ার।
তাই বলে কি ভাবনা আমায় আনমনে?
না জানুক কোন জনে
তোমার মন তো সব জানে।
কতটা দখল আমার সেইখানে।
মুখে না বললেও
না মানলেও,
ভাব আমায় খুব যতনে,
সংগোপনে।
কেউ জিতে গিয়ে হারে
কেউ হেরে গিয়েই জিতে!
আমি কাউকে হারিয়ে নয়;
হেরেই জিততে চাই!!
হেরেই জিতেছি বারবার।
আমি হেরেই জিতবো আবার!!!

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test