E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ফিরলেন সৈয়দ শামসুল হক

২০১৬ সেপ্টেম্বর ০২ ১৪:০৫:০১
দেশে ফিরলেন সৈয়দ শামসুল হক

নিউজ ডেস্ক : চার মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসায় পৌঁছান দেশের অন্যতম প্রধান এ কবি।

বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা হন সৈয়দ হক।

দেশে ফেরার আগে চিকিৎসকরা কবিকে পরামর্শ দিয়েছেন নিজদেশে পরিবারের সঙ্গে একান্ত নিরিবিলি সময় কাটাতে।

পারিবারিক আবহে হাসি-খুশি, আনন্দে সময় কাটাবেন। একইসঙ্গে টেনশন, বাড়তি ঝামেলা মুক্ত থাকতে পরামর্শ চিকিৎসকদের।

ফুসফুস ক্যানসারের চিকিৎসা চলছিলো সৈয়দ হকের। তবে রোগ এখনও পুরোপুরি নিরাময় হয়নি বলেই জানা যায়।

নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশে ফেরার এ তথ্য জানান বিশিষ্ট নাট্যজন ও ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

চিকিৎসার জন্য কবি সস্ত্রীক গত ১৫ এপ্রিল লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। সেখানে রয়্যাল মার্সডেন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিলো।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test